- Home
- West Bengal
- West Bengal News
- হেমন্তেও বৃষ্টি পিছু ছাড়বে না? বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়
হেমন্তেও বৃষ্টি পিছু ছাড়বে না? বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়
Cyclone: হেমন্তেও বৃষ্টি পিছু ছাড়বে না। তেমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। এই হেমন্তেও বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড়। শনিবার থেকেই বৃষ্টি শুরু হতে পারে বলেও পূর্বাভাস হাওয়া অফিসের। বুধবার থেকে বৃষ্টি কলকাতায়।

হেমন্তেও বৃষ্টি!
হেমন্তেও বৃষ্টি পিছু ছাড়বে না। তেমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। এই হেমন্তেও বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড়। তেমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। ইতিমধ্যেই নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে বলেও জানিয়েছে হাওয়া অফিস।
হাওয়া অফিসের পূর্বাভাস
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস হল দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে শুক্রহবার সকালেই তৈরি হয়েছে একটি নিম্নচাপ অঞ্চল। এটি ক্রমশই শক্তিবাড়িয়ে পশ্চিম -উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে। আগামিকাল, ২৫ অক্টোবর, শনিবারের মধ্যেই নিম্নচাপ অঞ্চল ঘনীভূত হয়ে নিম্নচাপের আকার নিতে পারে।
গভীর নিম্নচাপ
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস হল ২৬ অক্টোবর অর্থাৎ রবিবার সেটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এখান থেকেই সেটি ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে বলেও মনে করছে হাওয়া অফিস। নিম্নচাপ অঞ্চলের গতিবিধির ওপর নজর রাখছে হাওয়া অফিস।
ঘূর্ণীঝড়ের গতিপথ
দক্ষিণ আন্দামান সাগরের উপর ঘূর্ণাবর্তের প্রভাবে নিম্নচাপ অঞ্চলটি তৈরি হয়েছে বলে জানাচ্ছেন আবহবিদেরা। গত কয়েক ঘণ্টায় ধীরে ধীরে তা পশ্চিম-উত্তর পশ্চিম দিকে এগিয়েছে। ২৭ অক্টোবর সোমবার সকালের মধ্যে দক্ষিণ-পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি তৈরি হতে পারে। তার পর তার গতিবিধি কেমন হবে, কোন দিকে এগোবে, এখনও সে বিষয়ে নিশ্চিত নন আবহবিদেরা। ফলে পশ্চিমবঙ্গের উপর এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে কি না, তা এখন বলা যাচ্ছে না।
বৃষ্টির পূর্বাভাস
আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা এখনও জারি করেনি হাওয়া অফিস। তবে সপ্তাহ শেষের দিকে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। বুধবার বৃষ্টি হবে কলকাতাতেও। ঘূর্ণিঝড় তৈরি হলে তার গতিপ্রকৃতির ওপরই নির্ভর করবে পরবর্তী পূর্বাভাস।

