পুজোর মধ্যেও বৃষ্টি পিছু ছাড়বে না। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস ফের সক্রিয় হচ্ছে একটি নিম্নচাপ। তাই আজ থেকে ফের দুর্যোগের পূর্বাভাস রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃষ্টি চলবে দশমী পর্যন্ত।
26
বৃষ্টির সতর্কতা
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের ৯টি জেলায় রয়েছে বৃষ্টির সতর্কতা। ৯টি জেলার জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যে ৯টি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেগুলি হল দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, নদিয়া।। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার- এই তিন জেলার জন্য বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
36
ঝড়ের সতর্কতা
সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। উপকূলের জেলায় ঝড়ের গতিবেগ ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
পঞ্চমীর দিন থেকেই বৃষ্টি বাড়বে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে মেঘলা থাকবে আকাশ। নবমী আর দশমীতে ভারী দুর্যোগের আশঙ্কা রয়েছে।
56
নিম্নচাপের অবস্থান
আজ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হবে। এটি দক্ষিণ উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে স্থলভাগে প্রবেশ করবে শনিবার। এর প্রভাবে শনিবার পঞ্চমীতে মেঘলা আকাশ দিনভর কয়েক পশলা বৃষ্টি। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি উপকূলের জেলাতে। অষ্টমীতে আরো একটি ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে!! নবমীর রাত থেকে কি বাড়বে দুর্যোগ। পরপর নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের প্রভাবে সমুদ্রে উত্তাল থাকবে।
66
সমুদ্রে যাওয়ার ওপর সতর্কতা
সমুদ্রে ঝড়ের গতিবেগ ৫০-৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। রাই রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বাংলার সঙ্গে ওড়িশার মৎস্যজীবীদের জন্য এই নিষেধাজ্ঞা জারি থাকছে।