SSC Case: নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টে চলা শেষ মামলাতেও জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়। তবে এখনই জেল মুক্তি কিনা তা নিয়ে রয়েছে সংশয়। নিয়োগ দুর্নীতির সবকটি মামলায় জামিন পেলেন পার্থ। 

SSC নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে পুজো আগেই মুক্তির স্বাদ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। শুক্রবার পার্থ চট্টোপাধ্য়ায়কে জামিন দিল কলকাতা হাইকোর্ট। তবে বিচারপতি শুভ্রা ঘোষ শর্তসাপেক্ষে পার্থর জামিনের আবেদন মঞ্জুর করেছেন। শুভ্রা ঘোষের এজলাগে পার্থর জামিন মামলার শুনানি শেষ হয়েছিল গত ১৫ সেপ্টেম্বর। তিনি রায় সংরক্ষণ করেছিলেন। নির্ধারিত সময়েই এদিন তিনি রায় ঘোষণা করেন। নিয়োগ দুর্নীতির সবকটি মামলায় পার্থ জামিন পেলেন। তাই এবার তিনি জেল থেকে বেরিয়ে যেতে পারবেন।

জেল মুক্তি নয়!

নিয়োগ দুর্নীতি মামলায় ইডি ও সিবিআই-এর সবকটি মামলায় জামিন পেলেও এখনই জেল থেকে বেরিয়ে যেতে পারবেন না প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সুপ্রিম কোর্টের একটি মামলার শর্তে পার্থ চট্টোপাধ্যায় আপাতত জেলের বাইরে বের হতে পারবেন না। আরও কয়েক দিন তাঁকে জেলেই কাটাতে হবে। যদিও বর্তমানে তিনি রয়েছেন, কলকাতারই একটি বিলাসবহুল হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলছে পার্থ চট্টোপাধ্যায়ের।

গ্রেফতার

২০২২ সালে স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে প্রথম গ্রেফতার করেছিল ইডি। সেই থেকেই তিনি জেলে রয়েছেন। এর আগে সুপ্রিম কোর্টের নির্দেশে ইডির মামলায় তিনি জামিন পেয়েছিলেন। নিয়োগ দুর্নীতির সিবিআই-এর মামলাতেও তিনি জামিন পেয়েছেন। পার্থ চট্টোপাধ্য়ায়ের বান্ধবীর ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা, সোনাদানা উদ্ধার হয়েছিল। প্রচুর সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়েছিল। যা হিসেব বহির্ভূত বলেও দাবি করেছে কেন্দ্রীয় সংস্থা। তদন্তকারীদের দাবি পার্থ চট্টোপাধ্যায় বেআইনিভাবে চাকরি বিক্রি করে এই সম্পত্তি করেছিলেন। তবে জামিন পেলেও তাঁর বিরুদ্ধে একাধিক মামলায় চার্জশিট পেশ করেছে ইডি ও সিবিআই।

নিয়োগ দুর্নীতি মামলায় জেল হওয়ায় তাঁর মন্ত্রিত্ব গেছে। একই সঙ্গে তাঁর তৃণমূলের মহাসচিবের পদও গিয়েছে। বর্তমানে তিনি কোনও পদে নেই। যদিও নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে তিনি যে মূল অভিযুক্ত তা সিবিআই আর ইডির চার্জশিটে স্পষ্ট হয়েছে। একাধিক সাক্ষীর বয়ানে তাঁকেই কাঠগড়ায় তোলা হয়েছে। যদিও এখনও পার্থ চট্টোপাধ্যায় অভিযোগ মানতে নারাজ।