‘রাম ধোলাই’-এর পক্ষে বিজেপি সাংসদ সুভাষ সরকার, আবাস যোজনার দুর্নীতি রুখতে কেন্দ্রীয় মন্ত্রীর দাওয়াই

“সর্বস্তরে লড়াই দিয়ে তৃণমূলকে পর্যুদস্ত করতে হবে। এরা বিভিন্ন রকমের মিথ্যা কথা বলবে। মিথ্যা কথা বললে ধোলাই দিয়ে গ্রামছাড়া করুন,” বাঁকুড়ায় শাসকদলের বিরুদ্ধে মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর। 

প্রধানমন্ত্রীর আবাস যোজনার দুর্নীতি নিয়ে শাসকদলের বিরুদ্ধে জোরালো অস্ত্র শানিয়েছে বিরোধীরা। এবার আরও একবার শাসকদলকে আবার যোজনা প্রসঙ্গেই আক্রমণ করলেন বাংলার কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার। সর্বসমক্ষে ‘রাম ধোলাই’ দেওয়ার নিদান দিলেন বাঁকুড়ার বিজেপি সাংসদ। মঙ্গলবার প্রকাশ্যেই তাঁকে বলতে শোনা গেল, ‘‘মিথ্যা কথা বলার একমাত্র শাস্তি উত্তম মধ্যম। ওরা এলে, মিথ্যা কথা বললেই রাম ধোলাই দিয়ে গ্রাম থেকে বিদায় করুন।’’

প্রধানমন্ত্রীর কেন্দ্রীয় আবাস যোজনা প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গে প্রচুর টাকা নয়ছয় হয়েছে বলে বারবার সরব হয়েছেন বাংলার রাজনৈতিক বিরোধীরা। বাড়ি তৈরির টাকা যোগ্য প্রাপককে না দিয়ে শাসক দলের নেতাকর্মীরা লুটে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। দোতলা বাড়ি রয়েছে, এমন অনেকের হাতে প্রভাব খাটিয়ে আবাস যোজনার টাকা পৌঁছে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে হাই কোর্টের দ্বারস্থও হয়েছে বিজেপি। এই পরিস্থিতিতে আবাস দুর্নীতির প্রসঙ্গ টেনে চাঞ্চল্যকর মন্তব্য করেলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার।

Latest Videos

বাঁকুড়ার তালড্যাংরায় সিমলাপাল ব্লকের কৃষ্ণপুর গ্রামে স্থানীয় বিজেপি নেতাকর্মীদের আয়োজিত সভায় উপস্থিত হয়েছিলেন সুভাষ সরকার। সেখানেই তিনি মন্তব্য করেন, “আগামী দিনে সর্বস্তরের লড়াইয়ে তৃণমূলকে পর্যুদস্ত করতে হবে। এখন বিভিন্ন রকমের মিথ্যা কথা বলবে। গ্রামে এসে মিথ্যা কথা বললে ধোলাই দিয়ে তাদের গ্রাম ছাড়া করুন। মিথ্যা কথা বলার একমাত্র শাস্তি রামধোলাই।” আবাস যোজনায় ব্যাপক দুর্নীতি হয়েছে এই অভিযোগ এনে সিবিআই তদন্তেরও দাবি জানান তিনি।



 

কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ‘‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় সাধারণ মানুষকে রেশনের মাধ্যমে চাল দিচ্ছেন। অথচ রাজ্যের মন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী বলে চলেছেন যে, চাল নাকি তিনি দিচ্ছেন। কেন্দ্রীয় প্রকল্প নিয়ে সমানে মিথ্যা কথা বলে চলেছেন।” তিনি আরও বলেন, ‘‘আবাস দুর্নীতি শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে কম নয়। আবাস নিয়ে তৃণমূলে তৃণমূলে মারপিট চলছে। সাধারণ মানুষ পঞ্চায়েতে গিয়ে হামলা করছে।’’ গ্রামে গিয়ে কেউ মিথ্যা কথা বললে তাকে উত্তম মধ্যম দিয়ে গ্রাম ছাড়া করার পরামর্শ দিয়েছেন বিজেপি সাংসদ।

তৃণমূল পরিচালিত বাঁকুড়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শিবাজী বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর এই বক্তব্যের কড়া সমালোচনা করে বলেছেন, ‘‘সুভাষ সরকার বাংলায় থাকেন না। তিনি দিল্লিতে থাকেন। মাঝেমধ্যে রাজ্যে এসে এই সমস্ত কথা বলে হিংসা ছড়ানোর চেষ্টা কছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে যে উন্নয়ন হয়েছে তাতে তাঁদের রাগ বাড়ছে। সেই রাগই এইভাবে প্রকাশ করেছেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী।’



আরও পড়ুন-
বিদেশেও মারুতি সুজুকির জবরদস্ত চাহিদা, ২০২২ সালে সর্বোচ্চ সংখ্যক গাড়ি বিক্রির রেকর্ড
এখনও দ্বিতীয় ডোজই নেননি দেশের অধিকাংশ মানুষ, ইতিমধ্যেই করোনার চতুর্থ টিকার অনুমোদন চাইল NTAGI
হিজাব-বিরোধী আন্দোলন দমাতে গিয়ে ইরানে আরও এক নিরাপত্তারক্ষীর মৃত্যু, কড়া হুঁশিয়ারি দিল রাইসির সরকার

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury