- Home
- West Bengal
- West Bengal News
- ২০ ডিসেম্বর ডেডলাইন! এবার নতুন দলের সঙ্গে জোট তৈরির হুঁশিয়ারি হুমায়ুন কবীরের
২০ ডিসেম্বর ডেডলাইন! এবার নতুন দলের সঙ্গে জোট তৈরির হুঁশিয়ারি হুমায়ুন কবীরের
আবারও সুর চড়়ালেন তৃণমূল কংগ্রেসের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। এবার আবারও নতুন দল গঠনের হুঁশিয়ারি দিয়েছেন। তিনি নতুন দল গঠনের নতুন ডেডলাইনও বেঁধে দিয়েছেন।

সুর চড়ালেন হুমায়ুন কবীর
আবারও সুর চড়়ালেন তৃণমূল কংগ্রেসের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। এবার আবারও নতুন দল গঠনের হুঁশিয়ারি দিয়েছেন। তিনি নতুন দল গঠনের নতুন ডেডলাইনও বেঁধে দিয়েছেন। ভোট যত এগিয়ে আসছে হুমায়ুন নতুন দল গঠনের বার্তাকে জিয়ে রাখার চেষ্টা করছেন। তবে এবার নতুন দল গঠনের পাশাপাশি নতুন জোট গঠনেরও হুঁশিয়ারি দিয়েছেন।
হুমায়ুনের হুঁশিয়ারি
হুমায়ুন জানিয়েছেন,'২০ ডিসেম্বর যেতে দিন আমার যে দল সেটির কথা আমি সর্বসম্মুখেজানিয়ে দেব। ওই দলের চেয়ারম্যান আমি হব।' তবে হুমায়ুন সেখানেই থামেননি। একই সঙ্গে তিনি জানিয়েছেন , কোথায় কোথায় তিনি প্রার্থী দেবেন। তিনি বলেছেন, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, মালদা, নদিয়া ও উত্তর ২৪ পরগনার কিছু এলাকায় তিনি প্রার্থীও দাঁর করাবেন।
জোট বার্তা
একই সঙ্গে এবার হুমায়ুন নতুন করে জোট বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, এবার আর আগের মত একা একা লড়াই করবেন না। এবার জোটও তৈরি করবেন। যদিও আগের হুমকিতে হুমায়ুন জোট বার্তা দেননি। তিনি শুধু নিজের ক্ষমতা তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে দেখিয়ে দেওয়ার কথা বলেছিলেন । এবার হুমায়ুন সরাসরি জোটের বার্তা দেন। তিনি বাম, কংগ্রেস ও আইএসএফ-কে নিয়ে একই সঙ্গে লড়াই করার কথা বলেন।
দল নিয়ে ক্ষোভ
একইসঙ্গে নিজের দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন হুমায়ুন কবীর। তিনি বলেন, ১১ অগস্ট দলের অভ্যন্তরে বৈঠক হয়েছিল। সেখানে তাঁকে নিয়ে আলোচনা হয়েছিল। তাঁর অভিযোগ সেই আলোচনা মানুষের সামনে দলেরই একাংশ বিকৃতভাবে তুলে ধরছে। তাঁর নিশান তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতা নীলিমেশ বিশ্বাস ও ঋতব্রত বন্দ্যোপাধ্য়ায়।
হুমায়ুনের কথা
হুমায়ুন বলেন, এইসব নিয়ে তিনি অনেক অভিযোগ করেছেন। কিন্তু কোনও লাভ হয়নি। তিনি এই দুর্ব্যবহার আর মনে রাখতে চান না। তাই নতুন দল তৈরি করতে চান। তিনি বলেন, '৬ ডিলেম্বর ইচ্ছে রয়েছে বাবরু মসজিদের শিলান্যাস করব। তারপর ২০ ডিসেম্বর নতুন দল তৈরি করব।' তিনি আরও বলেন, 'আমি সিট শেয়ারিং করব। একা লড়ব না। বামেদের সঙ্গে যাব। আইএসএফ-এর সঙ্গে যাব। কংগ্রেসকেও বাদ দেব না।'

