তিন দিনের ঠাসা কর্মসূচিতে নদিয়া সফরে মমতা বন্দ্যোপাধ্যায়, যোগ দিতে পারেন রাস উৎসবে

মঙ্গলবার থেকে তিন দিনের সফরে মমতা বন্দ্যোপাধ্যায় নদিয়া যাবেন। প্রশাসনিক বৈঠকের পাশাপাশি জনসভাও করবেন তিনি। সূত্রের খবর মমতা যোগ দিতে পারেন রাস উৎসবেও।

Saborni Mitra | Published : Nov 7, 2022 11:36 AM IST / Updated: Nov 07 2022, 05:07 PM IST

মঙ্গলবার তিন দিনের নদিয়া সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিন দিনই তাঁর ঠাসা কর্মসূচি রয়েছে। রাজনৈতিক জনসভার পাশাপাশি প্রশাসনিক বৈঠকও করবেন মমতা। সূত্রের খবর এই সফরে তিনি এই প্রথমবার নদিয়ার বিখ্যাত রাস উৎসবেও সামিল হতে পারেন।

নদিয়ার নবদ্বীপ আর শান্তিপুরের রাস উৎসব বিখ্যাত। নবান্ন সূত্রের খবর দুটির কোনও একটি অনুষ্ঠানে সামিল হতে পারেন মুখ্যমন্ত্রী। যদি তাই হয়ে থাকে তাহলে এবারই প্রথম তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর রাস দেখতে যাবেন। কারণ ১১ বছর শাসনকালে মুখ্যমন্ত্রী কোনও দিনই রাস উৎসবে সামিল হননি। ৮ নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নদিয়া পৌঁছাবেন। এই খবর পাওয়ার পরই স্থানীয় প্রশাসন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নিরাপত্তা সংক্রান্ত বিশেষ ব্যবস্থা নিতে শুরু করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি রাসের অনুষ্ঠানে সামিলও হন তাতে যাতে কোনও সমস্যা না হয় তারও ব্যবস্থা নিয়ে রাখা হচ্ছে বলে প্রশাসন সূত্রের খবর। মুখ্যমন্ত্রী নবদ্বীপ বা শান্তিপুর কোনও একজায় রাসের উৎসব দেখতে যেতে পারেন- এমনটাই নির্দেশ নবান্ন থেকে নদিয়ায় পৌঁছেছে - তেমনই জানাচ্ছে নবান্নের একটি সূত্র। প্রশাসন সূত্রের খবর মমতা বন্দ্যোপাধ্যায়ের যাবতীয় কর্মসূচি কৃষ্ণনগরে। শান্তিপুর বা নবদ্বীপে কোনও কর্মসূচি নেই। কলকাতা থেকে হেলিকপ্টারে করে মমতা কৃষ্ণনগরে যাবেন। মনে করা হচ্ছে মঙ্গলবারই তিনি রাস উৎসবে যোগ দিতে পারেন।

Latest Videos

আগামী বছরের শুরুতেই পঞ্চায়েত ভোট। এখন থেকেই রাজনৈতিক দলগুলি তার প্রস্তুতি শুরু করেছে। পিছিয়ে নেই তৃণমূল কংগ্রেসও। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য মতুয়া ভোট। গত বিধানসভা নির্বাচনে মতুয়াদের বড় অংশের ভোটই চলে গেছে বিজেপির দিকে। আর সেই কারণে মতুয়াদের তৃণমূল কংগ্রেসের দিকে ফরিয়ে আনতেই রাসের অনুষ্ঠানে যোগ দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জনসংযোগ বাড়ানোর জন্য রাস উৎসবকেই হাতিয়ার করতে চাইছেন তিনি।

পঞ্চায়েত ভোটে মতুয়া ভোট তৃণমূল কংগ্রেসের জন্য রীতিমত গুরুত্বপূর্ণ। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার পাশাপাশি নদিয়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে মতুয়াদের বাস। আর সেই কারণে ১১ বছর শাসনকালে এই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় রাসের অনুষ্ঠানে যোগ দিতে পারেন বলেও দলীয় সূত্রের খবর। তবে এখনও পর্যন্ত নবান্ন বা তৃণমূল সূত্রের মমতা বন্দ্যোপাধ্যায়ের শান্তিপুর বা নবদ্বীপ যাওয়া নিয়ে কিছুই জানান হয়নি। তবে তাঁর এই নদিয়া সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেও মনে করছেন দলীয় কর্মীরা। 

আরও পড়ুনঃ

জ্ঞানবাপী মসজিদের 'শিবলিঙ্গ'র বয়স কি নির্ধারণ করা যায়? আদালত জানতে চাইল ASIর কাছে

প্রেমের টানে পোল্যান্ড থেকে পাকিস্তানে ৮৩ -র বৃদ্ধা, নিকা করলেন ২৮ বছরের অটো মেকানিককে

মেয়েকে বেআইনি স্কুল শিক্ষক করে দেওয়ার নেপথ্য আর কে? জানতে পরেশ অধিকারীকে জেরা ইডি-র

 

 

Share this article
click me!

Latest Videos

'চোর-চোর' তৃণমূলের পতাকা দেখেই জ্বলে উঠলেন শুভেন্দু! কি হল দেখুন | Suvendu Adhikari on TMC |
মহিলাদের সুরক্ষায় ‘অভয়া প্লাস’! রাজ্যপালের ২ বছর পূর্তিতে ৯টি প্রকল্পের সুভারম্ভ | CV Anand Bose
ভাইদের জন্য সত্য নারায়ণ মিষ্টান্নে নতুন মিষ্টির ভাণ্ডার! Singur-এ ভাই ফোঁটায় উপচে পড়া ভিড়
'ওদের টার্গেট মহিলা আর হিন্দু' তৃণমূল বিধায়কদের উপর হামলার কড়া প্রতিক্রিয়া শুভেন্দুর
Weather Update : কবে থেকে জাঁকিয়ে শীত বাংলায়? দেখুন কী বললেন হাওয়া অফিস