সংক্ষিপ্ত
পরেশ অধিকারীটে টানা জেরা করছে ইডি। মেয়েকে বেআইনি চাকরি করে দেওয়ার পিছনে আর কার হাত ছিল জানতেই তাঁকে জেরা করা হচ্ছে বলে সূত্রের খবর।
এসএসসি দুর্নীতিকাণ্ডে আগেই নাম জড়়িয়েছিল রাজ্যের প্রাক্তন শিক্ষাপ্রতিমন্ত্রী পরেশ অধিকারীর। লিস্টে নাম না থাকা সত্ত্বেও মেয়েকে চাকরি দেওয়া হয়েছিল। এবার সেই সমক্রান্ত আরও বিস্তারিত তথ্য পেয়ে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পরেশ অধিকারীকে জিজ্ঞাসাবাদ শুরু করল ইডি। সোমবার বেলার দিকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠান হয়েছিল পরেশ অধিকারীকে। তারপর থেকেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সূত্রের খবর।
ইডি সূত্রের খবর সোমবার বেলা ১২টা নাগাদ পরেশ অধিকারী সিজিও কমপ্লেক্সে পৌঁছে গিয়েছিলেন। প্রভাব খাটিয়ে মেয়েকে চাকরি পাইয়ে দেওয়ার বিষয়ে আর কেকে জড়িত ছিল তা জানতেই তাঁকে এদিন ডেকে পাঠান হয়েছিল। তাঁর বিরুদ্ধে মূল অভিযোগ হল প্রভাব খাটিয়ে তিনি বেআইনিভাবে নিজের মেয়েকে স্কুল শিক্ষক করে দিয়েছিলেন। তবে এই বিষয়ে তাঁকে আর কে কে সাহায্য করছে বা এই ঘটনা আর কে কে জড়িত রয়েছে তাও জানতে চাওয়া হয়েছে তাঁর কাছ থেকে। পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী। বর্তমানে হাইকোর্টের নির্দেশ মেনে তাঁকে বরখাস্ত করেছে স্কুল শিক্ষা দফতর।
আরও পডুনঃ গুরু নানকের জন্মদিনে ধর্না নয়! টেট আন্দোলনকারীদের কাছে ইমেলে জানাল কলকাতা পুলিশ
হাইকোর্টের নির্দেশে অঙ্কিতার চাকরি গেছে। তাঁর জায়গায় চাকরি পেয়েছেন ববিতা সরকার। তিনি ছিলেন যোগ্য প্রার্থী। তাঁকে বঞ্চিত করেই চাকরি দেওয়া হয়েছিল অঙ্কিতাকে। যাইহোক বর্তমান কলেজ সার্ভিস কমিশন পরীক্ষায় পাশ করে অঙ্কিতা এখন অধ্যাপক হয়েছে। কিন্তু স্কুলে চাকরি করে এপর্যন্ত যে টাকা তিনি বেতন হিসেবে পেয়েছেন তার সব টাকাই ববিতাকে দিয়ে দিতে হয়েছে। কিন্তু এখানেই শেষ নয়। মেয়েকে প্রভাব খাচিয়ে চাকরি করে দেওয়ার অভিযোগে এবার বাবাকে টানাহেঁচড়া করতে শুরু করেছে কেন্দ্রীয় সংস্থা ইডি। যা নিয়ে তৃণমূলের অন্দরে অনেকেই অশনি সংকেত দেখতে পাচ্ছেন। কারণ আদালতের নির্দেশে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল ইডি।
শুধু পার্থ চট্টোপাধ্যায় নয়, তাঁর ঘনিষ্ট হিসেবে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়কেও গ্রেফতার করেছিল ইডির আধিকারিকরা। অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার করেছিল রাশি রাশি টাকা। যার কোনও উৎস সন্ধান পার্থ-অর্পিতা কেউই দিতে পারেননি। যাইহোক ইডির হাত থেকেই প্রথম স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতিমামলায় গ্রেফতার হয়েছিল প্রভাবশালী পার্থ। তাই পরেশ অধিকারীকে জেরা তাঁর ঘনিষ্ট মহলের কাছে কিছুটা হলেও উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
আরও পড়ুনঃ অনুব্রত মণ্ডল বন্দনায় ফিরহাদ হাকিম, বীরভূমে গিয়ে বাঘের সঙ্গে তুলনা তৃণমূল নেতার