রাজ্যের প্রাক্তনমন্ত্রী মদন মিত্র বলেন, 'সবথেকে বড় রথা মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কোনও দুর্নাম ছিল না। যেটুকু মমতা বন্দ্যোপাধ্য়ায়ের গায়ে কালি লেগেছে তা প্যাকওয়ালাদের জন্য।' 

আবারও বিতর্কিত মন্তব্য মদন মিত্রের (Madan Mitra)। এবার তৃণমূল কংগ্রেসে (I-PAC) কামারহাটির বিধায়কের টার্গেট আইপ্যাক সংস্থা। পাশাপাশি মমতাকে (Mamata Banerjee) ক্লিনচিট দিলেন মদন। কিন্তু মদন মিত্রের মন্তব্যকে কেন্দ্র করে রীতিমত জল্পনা শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের অন্দরে। কামারহাটির বিধায়কের দাবি, টাকা তুলেছে আইপ্যাক সংস্থা। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের গায়ে কালিমা নেই।

সোমবার একটি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের প্রাক্তনমন্ত্রী মদন মিত্র বলেন, 'সবথেকে বড় কথা মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কোনও দুর্নাম ছিল না। যেটুকু মমতা বন্দ্যোপাধ্য়ায়ের গায়ে কালি লেগেছে তা প্যাকওয়ালাদের জন্য।' মদন আরও বলেন, 'প্যাকওয়ালাদের জন্যই বাংলার বাইরে থেকে সুযোগসন্ধানী একদল এল, মন্ত্রীর কাছে গিয়ে বলত আমি ওমুক প্যাক থেকে এসেছি এই কাজটা কালকের মধ্যে ছাড়তে হবে।' মদন রীতিমত দাবির সুরেই বলেন, কোনও প্যাক ছাড়াই তাঁরা উপনির্বাচনগুলো জিতেছে। মিটিং মিছিল করেছে।

মদন মিত্র টাকার বিনিময় ভোটের টিকিট বিক্রি করা হয় বলেও অভিযোগ করেছেন। তবে এখন তিনি কাঠগড়ায় তুলেছেন আইপ্যাককে। মদনের কথায় 'এসব কথা শুনেছি। এসব আমাদের দলে আইপ্যাক শুরু করেছিল। ২০২১ সালের আগে এসব শুরু হয়েছিল। টাকা নিয়েও নমিনেশন দেওযা হয়নি। লোককে কাঁদতে দেখেছি।' মদন আরও বলেন সেই সময় কিছু করা যায়নি কারণ ক্যাস লেনদেন হয়েছে। নির্বাচনী সমীক্ষা সংস্থা আইপ্যাককে কাঠগড়ায় তুলে মদনের দাবি, ' ওরা কিছু লোকের নাম রেকমেন্ডশন করে চলে গিয়েছে। ভোটে লড়াই করেছে আমাদের ছেলেরা। আইপ্যাকের ছেলে কোথায়? আইপ্যাক মানে প্যাকআপ!' মদন আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও স্বচ্ছতা একই জিনিস। হংসের পাখায় কখনও দাগ লাগে না।

মদন মিত্রের এই মন্তব্য নিয়ে রীতিমত চর্চা শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ বলেন, মদন মিত্র সিনিয়র নেতা তিনি যেটা বলেছেন সেটা সিনিয়র নেতাদের বিবেচ্য বিষয়। তিনি এই নিয়ে আর কিছু বলবেন না বলেও জনিয়েছেন।

২০২১ সালের বিধানসভা ভোটের আগেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে কাজ করা শুরু করেছিল আইপ্যাক সংস্থা। সেই সময় তোলাবাজি-সহ একাধিক অভিযোগে জেরবার ছিল তৃণমূল। তার আগে ২০১৯ সালের লোকসভা নির্বাচনেও খারাপ ফল করেছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু তারপর থেকেই আইপ্যাকের হাত ধরে রাজ্য়ে দুর্দান্ত ভোটের ফলাফল করেছে তৃণমূল কংগ্রেস।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।