Coalfield Express: করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার আতঙ্ক কাটতে না কাটতেই ফের দুর্ঘটনা, প্যান্টোগ্রাফ ভেঙে বহুক্ষণ আটকে কোলফিল্ড এক্সপ্রেস

বুধবার প্যান্ট্রোগ্রাফ ভেঙে হাওড়ার সালকিয়ার বামনগাছি ব্রিজের কাছে আটকে পড়ে কোলফিল্ড এক্সপ্রেস। ছিড়ে যায় ওভারহেড তারও।

Web Desk - ANB | Published : Jun 7, 2023 4:24 PM IST

করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার চারদিও কাটেনি। এরমধ্যেই ফের দিনভর ট্রেন বিভ্রাট। বুধবার সারাদিন ধরেই চলল ট্রেনের গণ্ডোগোল। বিভীষিকা কাটিয়ে যাত্রা শুরু করতেই বিকল হল করমণ্ডল এক্সপ্রেসের এসি। এখানেই শেষ নয়, একই দিনে বিকল হল কোলফিল্ড এক্সপ্রেস। বুধবার প্যান্ট্রোগ্রাফ ভেঙে হাওড়ার সালকিয়ার বামনগাছি ব্রিজের কাছে আটকে পড়ে কোলফিল্ড এক্সপ্রেস। ছিড়ে যায় ওভারহেড তারও।

হাওড়া থেকে বিকেল ৫টা ২০ মিনিটে ছাড়ে কোল্ডফিল্ড এক্সপ্রেস। এরপর আচমকাই ভেঙে যায় ইঞ্জিনের প্যান্টোগ্রাফ। হাওড়া স্টেশন থেকে কিছুটা এগিয়েই দাঁড়িয়ে যায় ট্রেনটি। রেলের তরফ থেকে সঙ্গে সঙ্গে মেরামতির কাজ শুরু করা হয়। যাত্রীদের সূত্রে জানা যাচ্ছে সালকিয়া বামুনগাছি ব্রিজের কাছে ট্রেনটি ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে পড়ে। কিছুদিন আগেই ঘটে যাওয়া রেল দুর্ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। ঘটনার খবর পাওয়া মাত্র ছুটে আসেন রেলের ইঞ্জিনিয়াররা। সঙ্গে সঙ্গে শুরু হয় ট্রেনটির প্যান্টোগ্রাফ মেরামতির কাজ।

Latest Videos

অন্যদিকে, অবশেষে আতঙ্ক কাটিয়ে ফের যাত্রা শুরু করল করমণ্ডল এক্সপ্রেস। দুর্ঘটনার চারদিন পর বুধবার ফের শালিমার স্টেশন থেকে যাত্রা শুরু করল করমণ্ডল এক্সপ্রেস। এদিন ট্রেনে যাত্রী সংখ্যা ছিল চোখে পড়ার মতো কম। যাত্রীদের চোখে মুখে স্পষ্ট আতঙ্কের ছাপ। গত ৫ জুন চেন্নাই থেকে ছাড়ে শালীমারগামী করমণ্ডল এক্সপ্রেস। বুধবার সকালে রাজ্যে এসে পৌঁছয় সেই ট্রেন। আবার ৭ জুন দুপুর ৩টে ২৫ মিনিট নাগাদ শালিমার থেকে যাত্রা শুরু করে এই ট্রেন। তবে দুর্ঘটনার পরের প্রথম যাত্রাও নির্বিঘ্নে হল না। সাঁতরাগাছি পেরোতে না পেরোতেই ফের বিপত্তি। আপ করমণ্ডল এক্সপ্রেসের এসি খারাপ হয়ে যাওয়ায় ফের আতঙ্ক শুরু হয়।

জানা যাচ্ছে সাঁতরাগাছি স্টেশনে পৌঁছনোর সময় বি১, বি২ ও বি৩ কামরা এসি সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সেখানেই দাঁড়িয়ে যায় ট্রেনটি। কিছুক্ষণ পর বি১ ও বি২ কামরার ঠিক হলেও বি৩ কামরার এসি বন্ধ ছিল বলেই জানাচ্ছেন যাত্রীরা। এই তীব্র গরমে হঠাৎ এসি বন্ধ হয়ে যাওয়ায় গরমে হাঁসফাঁস করতে থাকেন যাত্রীরা।

আরও পড়ুন -

করমন্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা নিয়ে রাজনীতি করতেই নেতাজী ইন্ডোরে অনুষ্ঠান, বিজেপির কটাক্ষের মুখে মমতা

আত্মীয়ের মৃতদেহ সংগ্রহ করতে গিয়েও চূড়ান্ত হয়রানি, করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পর দুর্বিষহ অভিজ্ঞতা বাংলার যুবকের

করমন্ডল এক্সপ্রেস করে ভিন রাজ্যে পাড়ি, দুর্ঘটনার পর নিখোঁজ বাংলার তিন শ্রমিক

Share this article
click me!

Latest Videos

ফের আবাস যোজনায় দুর্নীতি, তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়
Suvendu Adhikari Live: নন্দীগ্রামে কালীপূজোর উদ্বোধনে শুভেন্দু, কী বার্তা, দেখুন সরাসরি
সর্দার প্যাটলের জন্মদিবসে স্ট্যাচু অফ ইউনিটিতে প্রধানমন্ত্রী, জানালেন শ্রদ্ধা | Narendra Modi
কালীপুজোর আগের দিন অভয়ার বাড়িতে অগ্নিমিত্রা, দেখুন কী বললেন এই বিজেপি নেত্রী | Agnimitra Paul
পরীক্ষার আগেই মনোনীত চার, দুর্নীতির অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন চাকরি প্রার্থীরা