
১. অবশেষে জেলমুক্তি পার্থ চট্টোপাধ্য়ায়ের। বাইপাসের হাসপাতাল থেকে এবার বাড়ির পথে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতা। রাজ্যে নিয়োগ দুর্নীতি-কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়কে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছিল ২০২৩ সালের ২৩ জুলাই। তারপর থেকে নিয়োগ দুর্নীতির একাধিক মামলায় জেল বন্দি পার্থ চট্টোপাধ্যায়। যদিও বর্তমানে শারীরিক অসুস্থতার জন্য তিনি ছিলেন বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে। সেখান থেকেই সরাসরি বাড়ি ফিরছেন তিনি। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
পার্থর 'প্রত্যাবর্তন', ৩ বছর ৩ মাস পরে জেল মুক্তি প্রাক্তন শিক্ষামন্ত্রীর
২. শীতল পশ্চিমী হাওয়ায় কলকাতার তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। ওড়িশা ও ঝাড়খন্ডে শৈত্যপ্রবাহের পরিস্থিতি। আগামী পাঁচ দিন এরকমই থাকবে। পশ্চিমের জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে। বাংলা জুড়েই পশ্চিমী হাওয়ার দাপট। শীতের আমেজ চলবে উইকেন্ড পর্যন্ত। জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কারণ, মধ্য বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত ক্রমশ শক্তি হারাচ্ছে। এছাড়াও দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় রয়েছে ঘূর্ণাবর্ত। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর তামিলনাড়ু ও সংলগ্ন এলাকায়। যার প্রভাবে বঙ্গজুড়ে নামবে পারদ। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
রাত বাড়তেই জাঁকিয়ে শীতের আমেজ, বঙ্গজুড়ে আরও নামবে পারদ! জানুন হাওয়া অফিসের বিরাট আপডেট
৩. বুথ ফেরত সমীক্ষা যদি একেবারে ভুল প্রমাণিত না হয়, তাহলে ফের বিহারে সরকার গড়তে চলেছেন নীতীশ কুমার (Nitish Kumar)। সব বুথ ফেরত সমীক্ষাতেই এনডিএ-কে (National Democratic Alliance) এগিয়ে রাখা হয়েছে। অনেক পিছিয়ে মহাগঠবন্ধন (Mahagathbandhan)। ভোটকৌশলী হলেও, বিহারের ভোটে কোনও প্রভাবই ফেলতে পারলেন না প্রশান্ত কিশোর (Prashant Kishor)। সাতটি বুথ ফের সমীক্ষাতেই এনডিএ-কে ১৫০-এর কাছাকাছি আসন দেওয়া হয়েছে। একটি বাদে সব বুথ ফেরত সমীক্ষাতেই ইঙ্গিত পাওয়া গিয়েছে, ১০০ আসনের গণ্ডি পেরোতে পারবে না মহাগঠবন্ধন। এই বুথ ফেরত সমীক্ষাগুলির ইঙ্গিত দেখে উৎসাহিত হয়ে উঠেছে এনডিএ শিবির। তবে এখনই হাল ছাড়তে নারাজ মহাগঠবন্ধন। তাদের দাবি, প্রকৃত ফল অন্যরকম হবে। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
বিহার নির্বাচন ২০২৫: এনডিএ না মহাগঠবন্ধন? বুথ ফেরত সমীক্ষায় কার পাল্লা ভারী?
৪. সোমবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে ১ নম্বর গেটের কাছে তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। ঘটনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১০ জন। রাতেই ঘটনাস্থলে এবং হাসপাতালে পৌঁছে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঘটনার সঙ্গে জড়িত কাউকে ছাড়া হবে না বলে আগেই জানিয়ে ছিলেন। মঙ্গলবার দিল্লিকাণ্ডে তদন্তকারী অফিসারদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন তিনি। জানান, ঘটনার সঙ্গে যুক্ত প্রত্যেক দোষী খুঁজে বের করে কঠোর শাস্তি দেওয়া হবে। কাউকে ছাড়া হবে না। এবং ,তদন্তে যা উঠে আসবে তা জানানো হবে আমজনতাকে। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
'তদন্তকারী সংস্থাগুলির আসল রূপ এবার দেখবে অপরাধীরা', দিল্লি বিস্ফোরণকাণ্ডে কড়া বার্তা শাহের
৫. ৬৫ বছর পর রঞ্জি ট্রফিতে (Ranji Trophy Elite 2025-26) দিল্লিকে হারিয়ে ইতিহাস গড়ল জম্মু ও কাশ্মীর। মঙ্গলবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium) সাত উইকেটে জয় পেল জম্মু ও কাশ্মীর। এই জয়ের ফলে রঞ্জি ট্রফি এলিট গ্রুপ ডি-তে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে জম্মু ও কাশ্মীর। তারা মুম্বইয়ের (Mumbai) ঠিক পরেই আছে। চার ম্যাচ খেলে ১৭ পয়েন্ট পেয়েছে মুম্বই। জম্মু ও কাশ্মীরের পয়েন্ট ১৪। দিল্লির বিরুদ্ধে এই ম্যাচে অসাধারণ পারফরম্যান্স দেখালেন আকিব নবি (Auqib Nabi), কামরান ইকবাল (Qamran Iqbal), পরশ ডোগরা (Paras Dogra), আবদুল সামাদ (Abdul Samad) ও বংশজ শর্মা (Vanshaj Sharma)। দিল্লির হয়ে লড়াই করেন অধিনায়ক আয়ূষ বাদোনি (Ayush Badoni), আয়ূষ দোসেজা (Ayush Doseja), সুমিত মাথুর (Sumit Mathur), সিমরজিৎ সিং (Simarjeet Singh) ও সাহিল লোতরা (Sahil Lotra)। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
রঞ্জি ট্রফি ২০২৫: ৬৫ বছর পর দিল্লির বিরুদ্ধে জয়, নতুন ইতিহাস জম্মু ও কাশ্মীরের
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।