Army Chief On Pakistan: জঙ্গি ইস্যুতে ফের পাকিস্তানকে তুলোধনা ভারতের সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদীর। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
Army Chief On Pakistan: জঙ্গি ইস্যুতে ফের পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি ভারতের। শুক্রবার ভারতীয় সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের রাষ্ট্র-সমর্থিত সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে, অন্যথায় তাদের ঐতিহাসিক এবং ভৌগোলিক অস্তিত্ব বিপন্ন হবে। কোনও রকম রাখঢাক না রেখেই জেনারেল দ্বিবেদী আরও এক ধাপ এগিয়ে গিয়ে বলেন, যদি আবার উসকানি দেওয়া হয়, তাহলে ভারত ‘অপারেশন সিন্দুর ১.০’-এর সময়কার মতো কোনও সংযম দেখাবে না।
কী বললেন ভারতীয় সেনা প্রধান?
দীর্ঘদিন ধরেই ভারতের বিরুদ্ধে সীমান্ত পার থেকে সন্ত্রাসবাদকে মদত দেওয়ার অভিযোগ রয়েছে পাকিস্তানের বিরুদ্ধে। এর আগেও একাধিকবার আন্তর্জাতিক মঞ্চে এই ইস্যু তুলে ধরেছে নয়াদিল্লি। এবার সরাসরি সেনা প্রধানের এমন কড়া বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। এর ফলে দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে।
শুধু তাই নয়, 'ইতিহাস-ভূগোলে জায়গা পেতে সন্ত্রাস বন্ধ করুক পাকিস্তান', কড়া হুঁশিয়ারি সেনা প্রধানের। পাকিস্তান যদি বিশ্ব ইতিহাস ও ভূগোলের মানচিত্রে নিজের স্থান বজায় রাখতে চায়, তবে তাদের অবশ্যই রাষ্ট্র-পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে। শুক্রবার রাজস্থানের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমন কড়া হুঁশিয়ারি দিলেন সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি স্পষ্ট জানিয়ে দেন, "অপারেশন সিন্দূর ১.০" (Operation Sindoor 1.0)-এর সময় ভারত যে সংযম দেখিয়েছিল, এবার আর তা করা হবে না। সেনা প্রধানের কথায়, "এবার যদি আবার উস্কানি দেওয়া হয়, তবে আমরা আরও এক ধাপ এগিয়ে যাব।"
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


