মঙ্গলবার সকালে বীভৎস কাণ্ড! মালদহের কালিয়াচকে আবার উদ্ধার হল নাবালিকার মৃতদেহ

একের পর এক কিশোরীর মৃতদেহ উদ্ধার ঘিরে উত্তপ্ত পশ্চিমবঙ্গ। কালিয়াগঞ্জে নাবালিকার মৃতদেহ উদ্ধার ঘিরে যখন রাজ্যের পরিস্থিতি সরগরম, তারই মধ্যে ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেল কালিয়াচকে।

দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ ঘিরে তপ্ত হয়ে রয়েছে কালিয়াগঞ্জ। কেন্দ্র বনাম রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের মধ্যে মতপার্থক্য বিদ্যমান। রাজ্য জুড়ে চলছে বিক্ষোভ, প্রতিবাদ। পশ্চিমবঙ্গের এই চরম উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই মালদহের কালিয়াচকে আবার উদ্ধার হল এক স্কুলছাত্রীর দেহ।

মঙ্গলবার সকালে মালদহের কালিয়াচক থানার আকন্দবেড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার উজিরপুরে গ্রামের একটি জমিতে ছাত্রীর মৃতদেহ পড়ে থাকতে দেখেন গ্রামের বাসিন্দারা। কিশোরীর পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতার বয়স বারো বা তেরোর কাছাকাছি। আজ সকালে যেসব মানুষ মাঠে কাজে গিয়েছিলেন, তাঁরা দেখেন যে মাঠের পাশে এক কিশোরীর দেহ পড়ে রয়েছে, যার পরনে রয়েছে হালকা রঙের পাজামা এবং সাদা-কালো ডোরাকাটা কুর্তি। খবরটি গ্রামে ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা মৃতদেহের আশেপাশে ভিড় করে জড়ো হয়ে যান। তাঁরা জানিয়েছেন যে, ওই কিশোরীকে এই এলাকার মধ্যে আগে কখনও দেখা যায়নি। অর্থাৎ, মৃত কিশোরী এই এলাকার মানুষ নন, অন্য কোনও জায়গা থেকে তাঁকে এখানে এনে খুন করা হয়েছে বা খুন করে তাঁর দেহ রাতের অন্ধকারে এখানে ফেলে রেখে দেওয়া হয়েছে।


রাস্তা দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হল কালিয়াগঞ্জের নির্যাতিতার দেহ, বরখাস্ত করা হল ৪ পুলিশ অফিসারকে

Latest Videos

মৃতদেহ পড়ে থাকার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় থানার পুলিশকর্মীরা। ছাত্রীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। মৃতদেহ পড়ে থাকার ধরন দেখে অনেকে এই ঘটনাকে ‘ধর্ষণ করে খুন’ বলেই দাবি করছেন। ছাত্রীর পরিচয় কী এবং তাঁর পরিবারের সদস্য কারা, সেই বিষয়ে তদন্ত করছে পুলিশ। নিকটস্থ সমস্ত থানায় মৃতদেহের ছবি পাঠিয়ে দেওয়া হয়েছে। আশেপাশের কোনও গ্রামে কোনও বারো-তেরো বছরের কিশোরী নিখোঁজ হয়ে রয়েছে কিনা, সেই সম্পর্কেও অনুসন্ধান চালাচ্ছে তদন্তকারী দল।

আরও পড়ুন-
আর চলবে না ছাত্র ইউনিয়নের ‘দাদাগিরি’, কলেজে ভর্তির ক্ষেত্রে ছাত্রছাত্রীদের জন্য এল আলাদা নিয়ম
Rain Forecast: ঝেঁপে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট, ৪ ডিগ্রি কমে গেল কলকাতার তাপমাত্রা

‘তৃণমূলে নব জোয়ার’ কর্মসূচিতে বিলাসবহুল তাঁবু, হেলিকপ্টারে চড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগমন ঘিরে রাজ্য রাজনীতিতে জোর চর্চা

Share this article
click me!

Latest Videos

হঠাৎ করে TMC নেতারা পুলিশের বিরুদ্ধে কেন? কী উদ্দেশ্যে? প্রশ্ন অগ্নিমিত্রার | Agnimitra Paul
Naihati-তে কার পাল্লা ভারী? ফল ঘোষণার আগে উত্তেজনা তুঙ্গে গোটা এলাকায় | Naihati By Election Results
ট্যাব কেলেঙ্কারির প্রতিবাদে শিক্ষকদের জোরদার বিক্ষোভ! দাবি সঠিক তদন্তের! | Bengal Tab Scam
'কয়লার ৭৫ ভাগ তৃণমূলের (TMC) পকেটে যায়' বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর (Suvendu Adhikari)
Bear Rescue Operation | বরফের মধ্যে ভাল্লুকের প্রান বাঁচাল ভারতীয় সেনা, দেখুন দুঃসাহসিক ভিডিও