Mamata on Election Commission: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে ফের NRC ইস্যুতে নির্বাচন কমিশন ও কেন্দ্রকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়। কী বলেছেন তিনি? দেখুন ফটো গ্যালারিতে…
ছাব্বিশের ভোটের আগে ডিক্লারেশন ফর্ম নিয়ে আপত্তি জানিয়ে ফের কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন ডিক্লারেশন ফর্ম চাইছে নির্বাচন কমিশন তা নিয়ে ফের একগুচ্ছ প্রশ্ন তুলে দিলেন রাজ্যের সর্বোচ্চ নেত্রী। বাংলাকে
27
বাংলাকে টার্গেটের অভিযোগ
কয়েক মাস আগেই রাজ্যের তরফে ভুতুড়ে ভোটার ধরতে কমিটি গঠন করে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। তারপরেও ভোটের আগে নির্বাচন কমিশনের ডিক্লারেশন ফর্ম নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
37
ডিক্লারেশন ফর্ম কী
জানা গিয়েছে, রাজ্যের ভোটারদের কাছে এই ডিক্লারেশন ফর্ম চেয়েছে নির্বাচন কমিশন। এর মাধ্যমে ভোটারদের বাবা-মায়ের বার্থ সার্টিফিকেট জমা দিতে হবে। যা নিয়ে গুরুতর আপত্তি জানিয়েছেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, আর এই ক্ষেত্রে নির্বাচন কমিশনকে হাতিয়ার করতে চাইছে কেন্দ্র। তাহলে কী বিজেপির কথায় ফের এনআরসি চালু করতে চাইছে কেন্দ্র? প্রশ্ন তুলে সরব মমতা।
57
ভিনরাজ্যের ভোটারদের নিয়ে আপত্তি
মমতা বন্দ্যোপাধ্যায় আরও দাবি করে বলেন, ‘’কেন্দ্র এইভাবে সবাইকে কী ক্রীতদাস ভাবছে? ভিন রাজ্যের লোকেদের বাংলার ভোটার লিস্টে ঢোকানোর চেষ্টা চলছে।'' এই অভিযোগ তুলে সরব হন তিনি।
67
অমিত শাহকে কটাক্ষ
মমতা আরও বলেন, "আসলে এটা অমিত শাহের চাল। দেশ চালাচ্ছেন উনি। আপনার ভার্ডিক্ট মেনে গ্রাম বাংলার লোকেরা বাদ হয়ে যাবে। বাইরে থেকে আপনি সেই সংখ্যা ভরাবেন অনলাইনে। বিহারে গিয়ে বাংলার ভোটার দিয়ে নাম ভর্তি করবেন। আপনি যেহেতু হেরে যাবেন তাই গুজরাটে উত্তরপ্রদেশের লোক দিয়ে নাম ভরাবেন।''
77
বঞ্চিত হবে গ্রামের লোকরা
মুখ্য়মন্ত্রী আরও দাবি করে বলেন, ‘’নির্বাচন কমিশন যা বলছে তাতে বঞিত হতে হবে গ্রামের লোক, পরিযায়ী শ্রমিকদের।'' একই সঙ্গে এখানে আরও অনেক ঘাপলা আছে বলেও তিনি সরব হন। এবং অন্যান্য রাজ্য়গুলিকেও সতর্ক করেন। এখন দেখার এই ডিক্লারেশন ফর্ম নিয়ে রাজনীতির জল কতদূর গড়ায়।