মোন্থার পরোক্ষ প্রভাবে দুর্যোগের মেঘ এখনই কাটছে না বঙ্গে, জেলায়-জেলায় প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস

Published : Oct 30, 2025, 06:36 AM IST

Today WB Weather Alerts:  লক্ষ্মীবারে ভোররাত থেকেই আকাশের মুখভার। সকাল থেকেই ঝিরি-ঝিরি বৃষ্টিতে ভিজেছে মহানগর সহ শহরতলি। দিনভর কেমন থাকবে আবহাওয়া? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

PREV
15
আজকের আবহাওয়ার আপডেট

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শক্তি হারিয়ে ঘূর্ণিঝড় মোন্থা গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। যা উত্তর অন্ধ্রপ্রদেশ সংলগ্ন তেলেঙ্গানাতে অবস্থান করছে। এটি ভদ্রচলম থেকে পূর্ব ও দক্ষিণে এর কেন্দ্রবিন্দু। এটি এখনও উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। বুধবার সন্ধ্যার মধ্যেই এটি আরও দুর্বল হবে। এর অভিমুখ দক্ষিণ ছত্তিশগড়।

25
ভারী বৃষ্টির সতর্কতা

যার প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। উপকূলের জেলা দিয়ে শুরু হয়ে উত্তরবঙ্গ লাগোয়া জেলা পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। ৩১ অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

35
উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। ৩১ অক্টোবর শুক্রবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলাতে অতি ভারী বৃষ্টি অর্থাৎ ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। ঐদিন ভারী বৃষ্টি হবে মালদহ এবং উত্তর দিনাজপুরেও।

45
ভারী বৃষ্টির সম্ভাবনা

৩০ অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলাতে। ২৯ থেকে ৩১ অক্টোবর উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। 

55
আবহাওয়া দফতরের সতর্ক বার্তা

মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। ৩০  অক্টোবর পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা মৎস্যজীবীদের। পার্বত্য এলাকায় ধ্বসের আশঙ্কা। পাহাড়ের দৃশ্যমানতা কমতে পারে ভারী বৃষ্টির কারণে। ফসলের ক্ষতি হতে পারে। কৃষকদের মাঠে পাকা ফসল থাকলে তা কেটে তুলে নেওয়ার জন্য বিশেষ করে দক্ষিণবঙ্গের চাষীদের। নীচু এলাকায় জল জমতে পারে। শহরের আন্ডারপাস সহ নিচু এলাকায় জল জমতে পারে।

Read more Photos on
click me!

Recommended Stories