Maldah News: জীবিত হয়েও ভোট দিয়েও ভোটার তালিকায় মৃত! মালদহে ভোটার তালিকা যাচাইয়ে গিয়ে চক্ষু ছানাবড়া স্থানীয় এক প্রৌঢ়ের। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
Maldah News: রাজ্যে এস আই আর চলাকালীন ভোটার তালিকায় গড়মিল। জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ। জীবিত ব্যক্তির ভোটার তালিকায় তার নামের পাশে লেখা রয়েছে ডিলিটেড। অথচ বিগত লোকসভা নির্বাচনে ভোটও দিয়েছেন তিনি। মালদহের চাঁচল শহরের থানাপাড়া এলাকার ঘটনা। চিন্তায় ঘুম উড়েছে ওই ব্যক্তির। গোটা বিষয়টি নিয়ে জেলা নির্বাচন কমিশনের দপ্তরে লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি। ঘটনা সামনে আসতেই একে অপরের দিকে দায় ঠেলেছে তৃণমূল বিজেপি।
কী অভিযোগ উঠেছে?
জানা গিয়েছে, মালদহের চাঁচল থানাপাড়ার বাসিন্দা শ্যামল দাস। পেশায় তিনি একজন ভ্যানচালক। সম্প্রতি ভোটার তালিকা যাচাই করতে গিয়ে তার চক্ষু চড়ক গাছ। ভোটার তালিকায় শ্যামল বাবুকে মৃত হিসেবে দেখানো হচ্ছে। তার নামের পাশে লেখা রয়েছে ডিলিটেড। অথচ ২০২৪ এর লোকসভা নির্বাচনে তিনি ভোট দিয়েছেন।
কিন্তু হঠাৎ করে ভোটার তালিকায় তাকে মৃত হিসেবে দেখানো হচ্ছে। এই ঘটনার পরই হতাশাগ্রস্থ হয়ে পড়েন শ্যামল বাবু। গোটা ঘটনাটি নিয়ে নির্বাচন কমিশনের দফতরে লিখিত আকারে অভিযোগ জানিয়েছেন তিনি। সরকারি আধিকারিকদের দায়িত্বহীনতাকে দায়ী করেছেন তিনি। আর গোটা বিষয়টি সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
এদিকে, কদিন ধরে আলোচনার শীর্ষে SIR। জাতীয় নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া শুরু করে দিয়েছে। আর তার পর থেকেই চরিদিকে শুরু হয়েছে নানান উদ্বেগ। রাজ্যবাসীর মনে দেখা দিয়েছে নানা প্রশ্ন। এবার মিলবে এই সকল প্রশ্নের উত্তর।
জানা গিয়েছে, বিহারে আগেই এসআইআর হয়েছে। কিন্তু, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এর আগে এসআইআর হয়েছিল। তবে সেন্ট্রালাউজড ডেটা ছিল না। এখন নতুন প্রযুক্তি আনা হচ্ছে। একটা অ্যাপ্লিকেশনে সমস্ত তথ্য থাকবে। তাই কোনও ব্যক্তির নাম দুই বা ততোধিক ভোটার তালিকায় থাকলে তার একটি নাম ব্যতীত অন্যগুলো বাদ চলে যাবে।
এখন প্রশ্ন হল কার বাড়িতে কবে বিএলও যাবেন। জানা গিয়েছে, বিএলও-র কাছে নির্দিষ্ট এলাকার সমস্ত ভোটার সম্পর্কিত তথ্য থাকে। তিনি কোনও এলাকায় যাওয়ার আগে আগাম সেখানে খবর পাঠানো হবে। প্রথমবার খবর না পেলেও চিন্তা নেই। তিনি একবার নয়, প্রতি এলাকায় তিন থেকে চারবার যাবেন।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


