Puja Vacation: আজ থেকেই শুরু হয়ে গেল পুজোর ছুটি। প্রবল বৃষ্টির জন্য আগামিকাল থেকেই সরকারি স্কুল কলেজে ছুটি ঘোষণা করল শিক্ষা দফতর। প্রথম স্কুল বন্ধ করার কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ থেকেই শুরু হয়ে গেল পুজোর ছুটি। সরকারি স্কুল কলেজে পুজোর ছুটি বাড়িয়ে দিল রাজ্য সরকার। শিক্ষা দফতরের ঘোষণার পর তিন দিন আগে থেকেই শুরু হয়েছে পুজোর ছুটি। রাজ্যের সরকারি স্কুল, কলেজ আর বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার।
26
বৃষ্টির জন্য ছুটি বৃদ্ধি
গরমের ছুটি বাড়ান হয়েছিল প্রবল গরম প়ড়ার জন্য। তেমনই প্রবল বৃষ্টির কারণে বাড়ল সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পুজোর ছুটি। সোমবার রাতভর প্রচুর বৃষ্টি হয়েছিল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। অনেকেই মেঘভাঙা বৃষ্টি বলেও মনে করছেন। জলমগ্ন রাজ্যের অধিকাংশ এলাকা। এরপরই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছেন।
36
শিক্ষামন্ত্রীর ঘোষণা
মঙ্গলবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ঘোষণা করেছেন, ছাত্রছাত্রীদের স্বস্তি দিতে ও দুর্ঘটনা থেকে রক্ষা করতেই আগামী ২৪ ও ২৫ সেপ্টেম্বর , বুধ ও বৃহস্পতিবার রাজ্যের সমস্ত স্কুল ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকবে। যার কারণে পুজোর ছুটির মেয়ার ৩ দিন বৃদ্ধি পেল।
সাধারণ শুক্রবার ২৬ সেপ্টেম্বর রাজ্যের সরকারি স্কুল কলেজে পুজোর ছুটি পড়ার কথা ছিল। কিন্তু দুর্যোগের কারণে সোমবার অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে রেনিডে ঘোষণা করা হয়েছে। আর রাজ্য সরকার বৃষ্টির জন্য অতিরিক্ত ২ দিন ছুটি দিয়েছে। তাই এবারের পুজোর ছুটির মেয়াদ ৩ তিন বেড়ে গেল।
56
মমতার ঘোষণা
মঙ্গলবার প্রবল বৃষ্টির নিয়ে একটি সংবাদ মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,'আমি সরকারকে এখনই একটি বিজ্ঞপ্তি দিতে বলেছি। স্কুল-কলেজের ছুটি আজ থেকে পড়বে। স্কুলের বাচ্চাদের এখন আর স্কুলে আসতে হবে না। আশাকরি শিক্ষামন্ত্রী আমার কথা শুনতে পাচ্ছেন।' মুখ্যমন্ত্রী টিভি চ্যানেলে এই ঘোষণার পরই শিক্ষাদফতর একটি বিজ্ঞপ্তি জারি করে। সেখানে বলা হয়েছে, প্রবল বৃষ্টির কারণ ও আগামী দুই দিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাসের জম্য সমস্ত সরকারি . সরকার পোষিত, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল ও উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানে বুধ ও বৃহস্পতিবার ছুটি থাকবে। তবে এই ছুটির আওতায় পাহাড়ের স্কুলগুলি থাকবে না।
66
সোস্যাল মিডিয়ায় ব্রাত্য বসুর বার্তা
শিক্ষা দফতরের এই বিজ্ঞপ্তি প্রকাশের পরই সোশ্যাল মিডিয়া বার্তা দেন ব্রাত্য বসু। তিনি বলেন, '২৬ সেপ্টেম্বর থেকে যেহেতু সরকারিভাবে পুজোর ছুটি পড়ছে তাই কার্যত কাল থেকেই দুর্গাপুজোর ছুটি শুরু হয়ে যাচ্ছে।' বাড়ি থেকেই স্কুলের যাবতীয় কাজ সারার জন্য শিক্ষক-শিক্ষিকাদের অনুরোধ করেছেন ব্রাত্য বসু।