পরকীয়া থেকে সাবধান! দিল্লি হাইকোর্টের নির্দেশে তৃতীয় জনকে দিতে হতে পারে ক্ষতিপুরণ
Delhi High Court: পরকীয়া নিয়ে উল্লেখ যোগ্য নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। এবার থেকে পরকীয়ার মামলা হবে দেওয়ানি কোর্টে। তৃতীয় ব্যক্তি বা মহিলার বিরুদ্ধে মামলা করা যাবে। ক্ষতিপুরণও চাইতে পারে।

পরকীয়া নিয়ে মন্তব্য
একটি মামলায় পরকীয়া নিয়ে উল্লেখযোগ্য মন্তব্য করেছে দিল্লি হাইকোর্ট। কোর্ট জানিয়েছে পরকীয় কোনও অপরাধ নয়, কিন্তু সমাজে তার কিছু অভিঘাত রয়েছে। তৃতীয় কারও জন্য সংসার ভাঙলে তার বিরুদ্ধে মামলা করা যাবে। চাওয়া যাবে ক্ষতিপুরণও।
বিচারপতির মন্তব্য
দিল্লি হাইকোর্টের বিচারপতি পুরুষেন্দ্র কুমার কৌরব বলেন, বিয়েকে মানুষ পবিত্র বন্ধন হিসেবে দেখেন। এর থেকে প্রত্যাশাও থাকে। যদি স্বামী বা স্ত্রী মনে করেন তৃতীয় ব্যক্তির জন্য তাদের সংসার ভেঁঙেছে তাহলে সেই ব্যক্তির কাছ থেকে ক্ষতিপুরণ চাইতেই পারেন। তবে এজাতীয় আচরণ বা পরকীয় কখনই ফৌজদারি অপরাধ হতে পারে না। এটি দেওয়ানি সংক্রান্ত বিষয়।
পরকীয়র অভিযোগ
এক মহিলার জন্য তাঁর সংসার ভাঙছে- এই অভিযোগ করেই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এক মহিলা। আদালতে তিনি জানিয়েছেন ২০১২ সালে তাঁর বিয়ে হয়েছে। তাঁদের দুই সন্তান রয়েছে। কিন্তু ২০২১ সাল থেকেই স্বামী পরকীয়ায় যুক্ত। স্বামীর ব্যবসার যুক্ত মহিলার সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছে। তাই স্বামী বিবাহবিচ্ছেদ মামলা করেছেন।
সংসার বাঁচাতে আদালতে স্ত্রী
এই অবস্থায় সংসার বাঁচাতে আদালতের দ্বারস্থ হয়েছেন স্ত্রী। তিনি জানিয়েছেন, অনেক চেষ্টা করেছেন। কিন্তু তৃতীয় জনের সঙ্গে স্বামীর সম্পর্কে ছেদ টানতে পারেননি। যত দিন গিয়েছে পরকীয় সম্পর্ক ততই গাড় হয়েছে। তাই বিয়ে বাঁচাতেই আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।
অভিযুক্ত মহিলার আইনজীবীর বক্তব্য
অভিযুক্ত মহিলার আইনজীবী হাই কোর্টে এই মামলার গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন তুলেছেন। তাঁর বক্তব্য, যে হেতু এটি বিবাহ সংক্রান্ত, তাই কোনও পারিবারিক আদালতে বিষয়টি শোনা যেতে পারে।
দিল্লির কোর্টের বক্তব্য
কিন্তু হাইকোর্টের মন্তব্য হল কারও প্রতি আবেগ বা টান কমে যাওয়াকে ভারতীয় আইনে মান্যতা না দিলেও বিষয়টিকে উড়িয়ে দেওয়া যায় না। ফলে এই মামলার গ্রহণযোগ্যতা রয়েছে। ভবিষ্যতে এই জাতীয় মামলার শুনানি হবে দেওয়ানি আদালতে।

