Gas Through Pipeline: আর মোটা টাকা খরচ করে কিনতে হবে না গ্যাস সিলিন্ডার, পাইপলাইনে আসবে রান্নার গ্যাস

Published : May 21, 2025, 11:23 AM IST

Gas through pipeline: নদিয়ার কল্যাণীতে রাজ্যের ইতিহাসে প্রথমবারের মতো পাইপলাইনের মাধ্যমে রান্নার গ্যাস সরবরাহ শুরু হচ্ছে। ডিসেম্বরের মধ্যে বারাসত পর্যন্ত গ্যাস সরবরাহ পৌঁছে দেওয়ার লক্ষ্য রাখা হয়েছে।

PREV
110

ক্রমে বেড়ে চলেছে গ্যাস সিলিন্ডারের দাম। এই দাম সামাল দিতে মাথায় হাত মধ্যবিত্তের।

210

এই সমস্যা থেকে মুক্তি পেতে চলেছেন বাংলার মানুষ। কারণ এই রাজ্যে চালু হচ্ছে পাইপলাইনে রান্নার গ্যাস দেওয়ার পদ্ধতি।

310

নদিয়ার কল্যাণী পুরসভা এবার রাজ্যের ইতিহাসে প্রথমবারের মতো পাইপলাইনের মাধ্যমে রান্নার গ্যাস সরবরাহ পেতে চলেছে।

410

বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটড (BGCL) এই প্রকল্প বাস্তবায়িত করেছে। যা রাজ্য সরকারের সঙ্গে GAIL (India) Limited-র যৌথ উদ্যোগ।

510

জানা গিয়েছে, কল্যাণী এক্সপ্রেসওয়ে বরাবর পাইপলাইন পাতার কাজও দ্রুত গতিতে চলছে। এই লাইন ব্যারাকপুর পর্যন্ত সম্প্রসারিত হবে এবং ডিসেম্বরের মধ্যে বারাসত পর্যন্ত গ্যাস সরবরাহ পৌঁছে দেওয়া হবে।

610

কল্যাণীর পর শ্যামনগর ও ব্যারাকপুরে নতুন মাদার CNG স্টেশন নির্মাণের পরিকল্পনা রয়েছে।

710

কলকাতা ও শহরতলির ১৫টি নতুন CNG স্টেশন স্থাপনের কাজ চলছে। যা পুজোর আগেই সম্পন্ন হওয়ার সম্ভাবনা আছে।

810

প্রশাসনিক জটিলতার কারণে হুগলিতে প্রকল্পের কাজ কিছুটা বিলম্বিত হয়েছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এই সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানা গিয়েছে।

910

সব মিলিয়ে শীঘ্রই উপকৃত হবেন বাংলার মানুষ। এবার বাংলায় মিলবে পাইপলাইনে গ্যাস।

1010

চলছে এই পাইপলাইন সম্প্রসারণের কাজ। কল্যাণী এক্সপ্রেসওয়ে বরাবর পাইপলাইন পাতার কাজ চলছে দ্রুত গতিতে।

Read more Photos on
click me!

Recommended Stories