Gas through pipeline: নদিয়ার কল্যাণীতে রাজ্যের ইতিহাসে প্রথমবারের মতো পাইপলাইনের মাধ্যমে রান্নার গ্যাস সরবরাহ শুরু হচ্ছে। ডিসেম্বরের মধ্যে বারাসত পর্যন্ত গ্যাস সরবরাহ পৌঁছে দেওয়ার লক্ষ্য রাখা হয়েছে।
বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটড (BGCL) এই প্রকল্প বাস্তবায়িত করেছে। যা রাজ্য সরকারের সঙ্গে GAIL (India) Limited-র যৌথ উদ্যোগ।
510
জানা গিয়েছে, কল্যাণী এক্সপ্রেসওয়ে বরাবর পাইপলাইন পাতার কাজও দ্রুত গতিতে চলছে। এই লাইন ব্যারাকপুর পর্যন্ত সম্প্রসারিত হবে এবং ডিসেম্বরের মধ্যে বারাসত পর্যন্ত গ্যাস সরবরাহ পৌঁছে দেওয়া হবে।
610
কল্যাণীর পর শ্যামনগর ও ব্যারাকপুরে নতুন মাদার CNG স্টেশন নির্মাণের পরিকল্পনা রয়েছে।
710
কলকাতা ও শহরতলির ১৫টি নতুন CNG স্টেশন স্থাপনের কাজ চলছে। যা পুজোর আগেই সম্পন্ন হওয়ার সম্ভাবনা আছে।
810
প্রশাসনিক জটিলতার কারণে হুগলিতে প্রকল্পের কাজ কিছুটা বিলম্বিত হয়েছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এই সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানা গিয়েছে।
910
সব মিলিয়ে শীঘ্রই উপকৃত হবেন বাংলার মানুষ। এবার বাংলায় মিলবে পাইপলাইনে গ্যাস।
1010
চলছে এই পাইপলাইন সম্প্রসারণের কাজ। কল্যাণী এক্সপ্রেসওয়ে বরাবর পাইপলাইন পাতার কাজ চলছে দ্রুত গতিতে।