- Home
- West Bengal
- West Bengal News
- বছর শেষে শীতের ঝোড়ো ইনিংস, জেনে নিন ডিসেম্বরের শেষ সপ্তাহে আর কত পারদ পতন হবে বাংলায়
বছর শেষে শীতের ঝোড়ো ইনিংস, জেনে নিন ডিসেম্বরের শেষ সপ্তাহে আর কত পারদ পতন হবে বাংলায়
বাংলাজুড়ে হাড়কাঁপানো শীত ও কুয়াশার দাপট অব্যাহত। একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হওয়ায় বছরের শেষে আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। নতুন বছরের শুরু থেকে তাপমাত্রা সামান্য বাড়লেও শীতের আমেজ ও কুয়াশা থাকবে।

হাড়কাঁপানো শীতের আমেজ বাংলাজুড়ে। সকাল থেকে সারা শহর ঢেকেছে কুয়াশায়। বেলা ১২টা পর্যন্ত সেভাবে মেলেনি রোদের ঝলক। এদিকে বছর শেষ হতে হাতে গোনা দুদিন। ডিসেম্বরের শেষ সপ্তাহে কি বাড়বে তাপমাত্রা? নাকি আরও ঠান্ডা পড়বে বাংলায়? আবহাওয়া নিয়ে প্রকাশ্যে এল নয়া খবর।
পূর্বাভাস বলছে, একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হতে চলেছে। যার জেরে রাজ্যের আবহাওয়া আরও খারাপ হতে চলেছে বছরের শেষ সপ্তাহে। দেশ জুড়েই চলছে পশ্চিমী ঝঞ্ঝা। এক ফলে দেশের কিছু অংশে বৃষ্টিপাত শুরু হয়েছে। আবার কোথাও অতিরিক্ত ঠান্ডা ও শৈত্য প্রবাহের পরিস্থিতি বজায় রয়েছে।
হাওয়া অফিস সূত্রে খবর, নতুন বছরের শুরু থেকে কিছুটা উর্ধ্বমুখী হবে পারদ। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেই চড়বে পারদ। তবে, আপাতত সর্বনিম্ন তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে শীতের দাপট থাকবে অব্যাহত। তারপর ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা।
১ তারিখ থেকে চড়বে পারদ। দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আছে। বছরের শুরুতে তাপমাত্রা চড়বে। কিছুটা হলেও কমবে শীত। তবে পারদ চড়লেও বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। নতুন বছরের শুরুতে তাপমাত্রা বাড়লেও বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই বলা চলে।
তেমনই আগামী সাতদিন আবহাওয়া থাকবে শুষ্ক। কোথাও বৃষ্টি হবে না। আপাতত হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা আছে আগামী ৩ থেকে ৪ দিন। কোথাও দৃশ্যমানতা ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত নেমে যেতে পারে।
তেমনই দার্জিলিং, কোচবিহার, উত্তর দিনাজপুরে কুয়াশার হলুদ সতর্কতা জারি রয়েছে। এই সব জেলায় দিনভর আংশিক মেঘলা আকাশ ও কুয়াশার সম্ভাবনা আছে। আগামী সাত দিন উত্তরবঙ্গে কোনও জেলাতেই সর্বনিম্ন তাপমাত্রার তেমন পরিবরতন হবে না।

