- Home
- West Bengal
- Kolkata
- নতুন বছরের সকাল থেকেই বাড়বে তাপমাত্রা! শীতের ব্যাটিং কি শেষ হল? আজকের আবহাওয়ার আপডেট
নতুন বছরের সকাল থেকেই বাড়বে তাপমাত্রা! শীতের ব্যাটিং কি শেষ হল? আজকের আবহাওয়ার আপডেট
শুরু হল নতুন বছর ২০২৬। কেমন থাকবে বছরের প্রথম দিনের আবহাওয়া? বেশ কয়েক বছর পর এমন শীত দেখছে দক্ষিণবঙ্গ। স্বাভাবিকের চেয়ে অনেকটা নিচে তাপমাত্রা থাকলেও সেই খেলা ঘুরে যাবে। শীতের ব্যাটিং কি শেষ হল?

আবহাওয়া দপ্তর বলছে, নতুন বছরের প্রথম দিন থেকেই মুড বদলাবে আবহাওয়ার। নতুন বছরের শুরুতেই তাপমাত্রা বাড়তে শুরু করবে। সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে। তবে বেশ কয়েক বছর পর এমন শীত দেখছে দক্ষিণবঙ্গ। স্বাভাবিকের চেয়ে অনেকটা নিচে তাপমাত্রা থাকলেও সেই খেলা ঘুরে যাবে। শীতের ব্যাটিং কি শেষ হল?
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দপ্তর বলছে, পশ্চিমী ঝঞ্ঝা উত্তুরে হাওয়ার পথে বাধা। যার জেরে তাপমাত্রা বাড়তে শুরু করবে ১ জানুয়ারির পর থেকে। যদিও তাপমাত্রার বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। জানুয়ারির প্রথম দুই তিন দিনে তাপমাত্রা থাকবে ১৪-১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
ভোর এবং সকালের দিকে কুয়াশার দাপট থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। সতর্কতা জারি করা হয়েছে একাধিক জেলায়। দৃশ্যমানতা ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত নামতে পারে। যদিও বেলা বাড়লে আকাশ পরিষ্কার হবে।
অধিক কুয়াশার দাপট থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম সহ-সংলগ্ন এলাকাতে। আগামী সাতদিন দক্ষিণবঙ্গে শুকনো আবহাওয়া থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গে (North Bengal Weather) কুয়াশার জেরে কড়া সতর্কতা রয়েছে। দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে উত্তরবঙ্গের কিছু জায়গায়। কুয়াশার প্রভাব বেশি থাকবে কোচবিহারে। পাহাড়ি এলাকায় পারদ ৪-৬ ডিগ্রি পর্যন্ত হতে পারে।
চলতি সপ্তাহে তাপমাত্রার বড়সড় হেরফেরের সম্ভাবনা নেই। দার্জিলিঙে বরফ পড়ার পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে নতুন বছরে। কালিম্পং ও আলিপুরদুয়ার জেলার কিছু অংশেও হালকা বৃষ্টি হতে পারে।

