নিম্নচাপের প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। রথযাত্রার দিন নয় জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তিনি জানিয়েছেন, তৈরি হয়েছে নিম্নচাপ। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের সাইক্লোনিক সার্কুলেশন লো প্রেশারে পরিণত হয়েছে। এটি ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলের ওপর অবস্থান করছে।
510
এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে উত্তর ওড়িশা সংলগ্ন গাঙ্গে. পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড ও ছত্রিশগড়ের দিকে এগোবে।
610
এর প্রভাবে আজ শুক্রবার ও শনিবার হবে ভারী বৃষ্টি। মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকবে। আপাতত পাসিং সাওয়ার রেইন হবে রাজ্যজুড়ে।
710
শুক্রবার রথযাত্রার দিন রাজ্যের নয় জেলায় ভারী বৃষ্টির সতর্কতা আছে। পশ্চিমবঙ্গের সব জেলায় মূলত মেঘলা আকাশ থাকবে। বেশির ভাগ এলাকায় হালকা ও মাঝারি বৃষ্টি হবে।
810
ভারী বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। উত্তরবঙ্গে জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ারে হবে ভারী বৃষ্টি।
910
আজ পুরুলিয়া ও ঝাড়গ্রামে হবে ভারী বৃষ্টি। ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।
1010
আজ কলকাতাতেও আছে বৃষ্টির সম্ভাবনা। সকালে আকাশ পরিষ্কার থাকলেও বেলা থেকে বাড়বে বৃষ্টি। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস।