- Home
- West Bengal
- West Bengal News
- লাখপতি CPIM প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়ের গাড়ির দাম ১০ লক্ষ টাকা, অনেকটা পিছিয়ে অভিজিৎ-দেবাংশুর থেকে
লাখপতি CPIM প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়ের গাড়ির দাম ১০ লক্ষ টাকা, অনেকটা পিছিয়ে অভিজিৎ-দেবাংশুর থেকে
- FB
- TW
- Linkdin
সায়ন বন্দ্যোপাধ্য়ায়
সিপিএম তরুণ তুর্কী। তমলুক লোকসভা থেকে কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট প্রার্থী। সিপিএম -এর নতুন মুখগুলির মধ্যে উল্লেখযোগ্য সায়ন। রাজ্য রাজনীতিতে যথেষ্ট পরিচিত এই তরুণ মানুষটি। পেশায় আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়।
সায়নের আয়
নির্বাচনী হলফনামা অনুযায়ী সায়ন বন্দ্যোপাধ্য়ায়ের গত অর্থবর্ষে আয় করেছেন ৪ লক্ষ ৭১ হাজার ১৩০ টাকা আয় করেছেন। আর ২০২২-২৩ অর্থবর্ষে তাঁর আয় ছিল ৪ লক্ষ ৫৮ হাজার ৯৮০ টাকা।
সায়নের হাতে নগদ
নির্বাচনী হলফনামায় সায়ন জানিয়েছেন, তাঁর হাতে সেই মুহূর্তে নগদের রয়েছে ১০ হাজার টাকা।
ব্যাঙ্কে টাকা
সায়নের বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিনিয়োগ মিলিয়ে রয়েছে ৯ লক্ষ ৮৮ হাজার ১১০ টাকা।
সায়নের গাড়ি
সায়ন জানিয়েছেন তাঁর দুটি গাড়ি রয়েছে। একটির দাম ১ লক্ষ ৩০ হাজার টাকা। অন্যটির দাম ১০ লক্ষ ৫৪ হাজার ৯০১ টাকা।
স্থাবর সম্পত্তি
নির্বাচনী হলফনামা অনুযায়ী সায়ন বন্দ্যোপাধ্য়ায়ের স্থাবর সম্পত্তির পরিমাণে ২১ লক্ষ ৭৩ হাজার ১১ টাকা। তবে তাঁর নিজের কোনও দামি পাথর বা সোনাদানা নেই বলেও জানিয়েছেন হলফনামায়।
সায়নের ঋণদেনা
নির্বাচনী হলফনামা অনুযায়ী সায়নের লক্ষাধিক টাকার দেনা রয়েছে। তাঁর লোনের পরিমাণ ৬ লক্ষ ৬৬ হাজার ৭৮৫ টাকা।
পিছিয়ে সায়ন
নির্বাচনী হলফনামা অনুযায়ী প্রতিপক্ষ বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় ও তৃণমূল কংগ্রেসের দেবাংশু ভট্টাচার্যের থেকে কিছুটা হলেও পিছিয়ে সায়ন বন্দ্যোপাধ্য়ায়। লক্ষাধিক টাকার সম্পত্তি থাকলেও বাকি দুই জন তাঁর থেকে অনেক বেশি বিত্তশালী।
স্ত্রীর সম্পত্তি
সায়ন নির্বাচনী হলফনামায় স্ত্রীর সম্পত্তির কথাও উল্লেখ করেছেন। সদ্যোই সাতপাকে বাঁধা পড়েছেন সিপিএম প্রার্থী। সায়নের স্ত্রী তমশ্রী দেবনাথ গত অর্থবর্ষে আয় করেছিলেন ৪ লক্ষ ২১ হাজার ১৬০ টাকা। মনোয়ন জমা দেওয়ার সময় তাঁর হাতে ছিল নগদ ৩ হাজার টাকা।
স্ত্রীর সম্পত্তি
সায়নের স্ত্রীর ৩৬৮ গ্রাম সোনার গয়না রয়েছে। যার বাজারমূল্য ২৩ লক্ষ টাকা। ৫ লক্ষ ৫৫ হাজার টাকার একটি গাড়ি রয়েছে তমশ্রী দেবনাথের।