Jagadhatri Puja 2025: চন্দননগরে (Chandannagar) চলতি জগদ্ধাত্রী পুজোয় একাধিক দুর্ঘটনা ঘটে গেল। মঙ্গলবার সপ্তমীর দিন মণ্ডপ ভেঙে পড়ে কয়েকজন জখম হন। বুধবার অষ্টমীর দিন পথ দুর্ঘটনার জেরে এক মহিলার মৃত্যু হল।
KNOW
Chandannagar Jagadhtari Puja 2025: ঠিক বৃষ্টি নামার আগে চন্দননগরের কলুপুকুরে জগদ্ধাত্রী পুজোর মন্ডপের সামনে লরির ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহীর। জানা গিয়েছে, বুধবার জগদ্ধাত্রী পুজোর অষ্টমীর সকালে চুঁচুড়া মতিঝিলের বাসিন্দা দম্পতি তরুণ কান্তি দাস ও দীপালি দাস বাইক নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন। কলুপুকুর পুজো মন্ডপের সামনে তাঁদের বাইকে পিছন থেকে একটি লরি ধাক্কা মারে। ধাক্কা লাগার পর দু'জনেই রাস্তায় পড়ে যান। বাইকের পিছনে বসে ছিলেন দীপালি। তিনি রাস্তায় পড়ে যেতেই তাঁর দেহের উপর দিয়ে লরি চলে যায়। দুর্ঘটনা ঘটতে দেখে স্থানীয় বাসিন্দারা ছুটে যান। কিন্তু ততক্ষনে যা হওয়ার তা হয়ে গিয়েছে। এই দুর্ঘটনার পর ঘাতক লরি চালক ও লরিটিকে আটক করে পুলিশ।
জগদ্ধাত্রী পুজোর মধ্যেই দুর্ঘটনা
চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর দিনগুলিতে ভারী যান চলাচল বন্ধ থাকে। নো এন্ট্রি থাকে অন্যান্য যানবাহনেও। বিসর্জনের শোভাযাত্রার আলো সাজানোর জন্য লরি এক জায়গা থেকে অন্য যায়গায় যায়। যে লরিটি দুর্ঘটনা ঘটিয়েছে সেটি একটি পুজো কমিটির বলে জানা গিয়েছে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। শববাহী গাড়িও নিয়ে যাওয়া হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পুজো কমিটির এক সদস্য জানান, প্রৌঢ় দম্পতির বড় মেয়ে জামাই বেঙ্গালুরুতে থাকেন। তাঁদের সঙ্গে ফোনে কথা হয়েছে। তাঁদের দুর্ঘটনার খবর দেওয়া হয়েছে। স্থানীয় আট নম্বর ওয়ার্ড কাউন্সিলর ওম প্রকাশ মাহাত বলেন, 'মানকুন্ডু আদি পালপাড়ার লরি যাচ্ছিল। ধাক্কা মারে। দুপুর থেকে নো এন্ট্রি থাকে। আগামী দিনে শুধু লরি চালক খালাসি ছাড়া যাতে না যায় সেটা দেখা হবে বলে পুলিশ জানিয়েছে।'
মঙ্গলবার ভেঙে পড়ে মণ্ডপ
মঙ্গলবার জগদ্ধাত্রী পুজোর সপ্তমীর সন্ধেবেলা চন্দননগর কানাইলাল পল্লীতে ভেঙে পড়ে বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী মণ্ডপ। কানাইলাল পল্লী পূজা কমিটি গড়ে তুলেছিল প্রায় ৭০ ফুট উচ্চতার এক বিশাল মণ্ডপ। দর্শনার্থীদের চমকে দেওয়ার উদ্দেশ্যেই এই বিশাল কাঠামো নির্মিত হয়েছিল। মণ্ডপের সামনে ফাইবার দিয়ে তৈরি করা হয়েছিল এক বিশাল আকারের জগদ্ধাত্রী প্রতিমা। কিন্তু অতিরিক্ত উচ্চতা ও দুর্বল কাঠামোর কারণে বেঙে পড়ে মণ্ডপ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


