- Home
- West Bengal
- West Bengal News
- Lakshmir Bhandar: জুন থেকে বাতিল হবে হাজার হাজার লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্ট! এই কাজ না করলে বাদ পড়বেন আপনিও
Lakshmir Bhandar: জুন থেকে বাতিল হবে হাজার হাজার লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্ট! এই কাজ না করলে বাদ পড়বেন আপনিও
Lakshmir Bhandar: পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা আর্থিক সহায়তা পেয়ে থাকেন। তবে, যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা নেই, তাদের অ্যাকাউন্ট বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে।

মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক প্রকল্প চালু করেছেন। চালু করেছে বিভিন্ন ভাতা।
বর্তমানে এই রাজ্যের পড়ুয়া থেকে বৃদ্ধ সকলেই কোনও না কোনও ভাতা পেয়ে থাকেন। মাসে ১০০০ থেকে ১৫০০ টাকা মতো ঢোকে অ্যাকাউন্টে।
এই সকল ভাতার তালিকায় আছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কন্যাশ্রী, যুবশ্রী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার। মমতা সরকারের চালু করা ভাতার মধ্যে বেশি খ্যাত লক্ষ্মীর ভাণ্ডার।
লক্ষ্মীর ভাণ্ডার ভাতার সুবিধা পান রাজ্যের মেয়েরা। ২৫ থেকে ৬০ বছর বয়সী মেয়েরা মেয়ে থাকেন এই ভাতা।
তপশিলি জাতির মেয়েরা মাসে ১২০০ টাকা এবং সাধারণ জাতির মেয়েরা মাসে ১০০০ টাকা করে পেয়ে থাকেন।
সদ্য এক বিশেষ ঘোষণা শোনা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে। এবার নাকি বাদ যেতে পারে পুরনো লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্ট।
যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা নেই তাদের লক্ষ্মীর ভাণ্ডার বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল।
শোনা যাচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্ট নিয়ে বর্তমানে চলছে যাচাই পর্ব। যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা নেই তাদের অ্যাকাউন্ট শনাক্ত করে বাদ দেওয়া হচ্ছে।
তাই ভাতা পেতে চাইলে দ্রুত আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করে নিন। তা না হলে আপনার অ্যাকাউন্ট বাতিল হয়ে যেতে পারে।
সম্ভবত, জুন থেকে বাতিল হতে পারে হাজার হাজার অ্যাকাউন্ট। তাই দেরি না করে আজই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করে নিন। না হলে পড়বেন বিপদে।

