'বিজেপি ক্ষমতায় এলে বাংলায় বিনিয়োগের জোয়ার', পঞ্চায়েত নির্বাচনের আগে মন্তব্য মিঠুন চক্রবর্তীর

Published : Nov 26, 2022, 02:50 PM IST
Mithun Chakraborty

সংক্ষিপ্ত

বিজেপি নেতার এই মন্তব্য ঘিরে ফের একবার শুরু হয় রাজনৈতিক তরজা। বিরোধীরা কটাক্ষ করতেও ছাড়েনি। একের পর এক খোঁচা এসেছে বাম তৃণমূল দুই পক্ষ থেকেই।

'বিজেপি ক্ষমতায় এলে বাংলায় বিনিয়োগের জোয়ার আসবে।' ফের একবার বিতর্কিত মন্তব্যের জেরে শিরোনামে মিঠুন চক্রবর্তী। পঞ্চায়েত ভোটের আগে প্রচারে বেরিয়ে মিঠুন চক্রবর্তীর মন্তব্য ঘিরে শোরগোল পড়ে যায় রাজ্যরাজনীতিতে। বিষ্ণুপুরে বিজেপির সভায় রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তীও। রাঢ়বঙ্গ ঘুরে দেখে বাংলার উন্নয়ন নিয়ে মহাগুরু বলেন,'বিজেপি ক্ষমতায় এলে বাংলায় বিনিয়োগের জোয়ার আসবে। এত বিনিয়োগ হবে যে দেখে ভাববেন এটা সত্যি নাকি স্বপ্ন।' বিজেপি নেতার এই মন্তব্য ঘিরে ফের একবার শুরু হয় রাজনৈতিক তরজা। বিরোধীরা কটাক্ষ করতেও ছাড়েনি। একের পর এক খোঁচা এসেছে বাম তৃণমূল দুই পক্ষ থেকেই।

অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর মন্তব্যের প্রেক্ষিতে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী কটাক্ষের সুরে বলেন,' মিঠুন চক্রবর্তীর কথায় কিছু নির্ভর করে কি?' তিনি আরও বলেন,'বাংলাকে ধ্বংস করার জন্য তৃণমূলের সঙ্গে হাত মিলিয়েছে বিজেপি।' অন্যদিকে, তৃণমূল মুখপাত্র কুণাল সরকার বলেছেন,'চিত্রনাট্য দিয়ে বিজেপি কথা বলতে পাঠিয়েছে। কিন্তু সামনে যে বিধানসভা ভোট নয়, পঞ্চায়েত ভোট সেটা বলতে ভুলে গিয়েছে।'

প্রসঙ্গত, কিছুদিন আগেই তৃণমূল সরকারের বিরোধিতায় আক্রমণ শানিয়েছিলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, 'পুলিশের জন্য হকার বসছে, পার্টির লোকের জন্য কাটমানি হচ্ছে, তাহলে সরকার কী করছে?‌পুলিশ কার হাতে? আপনারা পুলিশকে দিয়ে তোলা তোলাবেন, গরুর গাড়ির থেকে, বালির গাড়ির থেকে, কয়লার গাড়ি থেকে পুলিশ টাকা তুলে দেবে। পুলিশ আপনাদের কথা শুনবে কেন? পুলিশকে কে কন্ট্রোল করে?‌মুখ্যমন্ত্রীর হাতে পুলিশ আছে। পুলিশকে আপনারা কিছু করতে দেবেন না হাত-পা বেঁধে দিয়েছেন। শুধু নিজের পার্টির কাজ করাবেন। পুলিশ তার নিজের কাজ ভুলে গিয়েছে। পার্টির গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে,পুলিশ সেটা গিয়ে ঠেকাচ্ছে। এটা পুলিশের কাজ নাকি?‌পুলিশ তার কাজ করবে কেন?‌ তারাও পয়সা কামাচ্ছে।’

আরও পড়ুন - 

‘এমার্জেন্সি জারি করেই মমতা বন্দ্যোপাধ্যায় চলে যাবেন’, পঞ্চায়েত ভোটের আগে দিলীপ ঘোষের ভবিষ্যদ্বাণী

‘এমার্জেন্সি জারি করেই মমতা বন্দ্যোপাধ্যায় চলে যাবেন’, পঞ্চায়েত ভোটের আগে দিলীপ ঘোষের ভবিষ্যদ্বাণী

বাংলায় মিঠুন চক্রবর্তীর পুজো উদ্বোধনের আগেই বড়সড় বাধা, বালুরঘাটে সার্কিট হাউসে মিলল না থাকার অনুমতি

PREV
click me!

Recommended Stories

Today live News: উত্তুরে হাওয়ায় বঙ্গে শুরু শীতের ঝোড়ো ব্যাটিং, আর কতটা নামবে পারদ? রইল বিরাট আপডেট
উত্তুরে হাওয়ায় বঙ্গে শুরু শীতের ঝোড়ো ব্যাটিং, আর কতটা নামবে পারদ? রইল বিরাট আপডেট