SIR in West Bengal: আগামী বছর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। বিহারে SIR প্রক্রিয়া সারা। তাই প্রশ্ন বাংলায় কবে থেকে শুরু হচ্ছে SIR প্রক্রিয়া। রইল কমিশনের বড় আপডেট।
বিহারে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়া শেষ। প্রাকশ করা হয়েছে ভোটার তালিকা। এই অবস্থায় প্রশ্ন উঠতে শুরু করেছে কবে থেকে বাংলায় SIR প্রক্রিয়া শুরু হচ্ছে। অনেকেই বলছেন অক্টোবর মাস থেকেই এই রাজ্যে SIR প্রক্রিয়া শুরু হবে। কিন্তু এখনও নির্বাচন কমিশন তেমন কোনও বিজ্ঞপ্তি জারি করেনি।
25
SIR -র প্রক্রিয়া রাজ্যে
পশ্চিমবঙ্গে আগামী বছর বিধানসভা নির্বাচন। তার আগেই এই রাজ্যে SIR হবে। তেমনই দাবি রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির। নির্বাচন কমিশন এই বিষয়ে এখনও মুখ খোলেনি। যদিও দিল্লি থেকে নির্বাচনী আধিকারিকরা রাজ্যে এসেছেন। একাধিক বৈঠকও করেছেন। SIR-র কারণে একদফা প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কিন্তু তারপর আর জল বেশিদূর গড়ায়নি।
35
SIR-এর তিন মাস পরে বিধানসভা নির্বাচন!
কমিশন সূত্রের খবর SIR হওয়ার তিন মাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন অর্থাৎ ২০২৬এর ভোট। তাহলে প্রশ্ন কবে থেকে এই রাজ্যে শুরু হবে SIR-র প্রক্রিয়া। কিন্তু নির্বাচন কমিশন এখনও এই বিষয়ে কোনও বিজ্ঞপ্তি জারি করেনি। মাঝে মাত্র একটি সপ্তাহ রয়েছে। কারণ আগামী ১৮ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত দীপাবলি আর ছুট পুজোর ছুটি থাকবে। সেক্ষেত্র SIR যদি হত তাহলে ছুটির মধ্যেই বিজ্ঞপ্তি জারি করতে পারে কমিশন।
নির্বাচন কমিশন সূত্রের খবর SIR যদি হয় তারজন্। প্রশিক্ষণ দিতে হয়। কিন্তু সেই প্রক্রিয়া এখনও নিচুতলায় শুরু হয়নি। বুথ পর্যায়ের আধিকারিকদের নিয়োগ পর্ব পুরোপুরি শেষ হয়নি। ম্যাপিং-এর কাজও বাকি রয়েছে। এগুলি পুরোপুরি শেষ হলে তবেই SIR-এর বিজ্ঞপ্তি জারি করা হতে পারে।
55
নভেম্বরেই শুরু হবে SIR?
নির্বাচন কমিশনের কর্তাদের কথায় সংশ্লিষ্ট কাজগুলি পুরোপুরি শেষ হলেই তবেই SIR নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হতে পারে। সেক্ষেত্র হাতে আরও কিছুদিন সময় পাওয়া যাবে। আর নভেম্বরের শেষ দিতে SIR বিজ্ঞপ্তি জারি করা হতে পারে বলে কমিশন সূত্রের খবর। বিহারের অভিজ্ঞা কাজে লাগিয়ে এই রাজ্য SIR কার্যকর করা হতে পারে বলেও কমিশন সূত্রের খবর।