- Home
- West Bengal
- West Bengal News
- বিদায়বেলায় দাপুটে ইংনিস বর্ষার, অক্টোবরের শেষে ঘূর্ণিঝড়ের পরই শীত আসবে রাজ্যে
বিদায়বেলায় দাপুটে ইংনিস বর্ষার, অক্টোবরের শেষে ঘূর্ণিঝড়ের পরই শীত আসবে রাজ্যে
weather update: আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েক ঘণ্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা,হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর।

বিদায়বেলায় বর্ষার দাপট
বিদায়বেলা রীতমত রণহুঁংকার দিচ্ছে বর্ষা। অক্টোবরে এই বাংলায় বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হয়ে যায়। কিন্তু অক্টোবরেই উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি হয়েছে। কিন্তু বৃষ্টি থেকে রেহাই পায়নি দক্ষিণবঙ্গ।
গতকালের পর আজও বৃষ্টি
গতকালের পর আজও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েক ঘণ্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা,হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর। রাতে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। আজ কলকাতার সর্বাধিক তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
বর্ষা বিদায়
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে ১২ অক্টোবর রবিবারই বর্ষা বিদায় নেমে বাংলা থেকে। কিন্তু তার আগেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আলিপুর হওয়া অফিস। ১৫ অক্টোবরের পর থেকে আগামী ৮ দিন উত্তরবঙ্গের আকাশ থাকবে পুরোপুরি পরিষ্কার।
ঘূর্ণাবর্তের কারণে বৃষ্টি
দক্ষিণবঙ্গে বৃষ্টির কারণে দক্ষিণ বাংলাদেশ ও উত্তর ওড়িশায় তৈরি হওয়া ঘূর্ণাবর্ত। যার কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
ঘূর্ণিঝড়
বর্ষা বিদায় নেওয়ার পর শীতের শুরুতেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। ২৭ অক্টোবর থেকে ৪ নভেম্বরের মধ্যে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে তেমনই পরিস্থিতি তৈরি হয়েছে। ঘূর্ণিঝড়ের পর আর নভেম্বরের পর একটি নিম্নচাপ তৈরি হতে পারে। তারপরই রাজ্যে শীত প্রথম ইনিংস শুরু করতে পারে বলে পূর্বাভাস।

