SIR-এ এগিয়ে বাংলা, বাদ ২৭ লক্ষ নাম! কাজে স্বচ্ছতা রাখতে বড় নিয়োগ নির্বাচন কমিশনের

Published : Nov 29, 2025, 10:03 AM IST

শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দফতর সূত্রের খবর ওই দিন বেলা ১২টা পর্যন্ত ২৭ লক্ষ ৭১ হাজার নাম বাদ পড়ছে রাজ্যের ভোটার লিস্ট থেকে। নির্বাচন কমিশন সূত্রের খবর পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত সবথেকে বেশি এনুমারেশন ফর্ম ডিজিটাইজড হয়েছে। 

PREV
15
SIR নিয়ে বড় আপডেট

শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দফতর সূত্রের খবর ওই দিন বেলা ১২টা পর্যন্ত ২৭ লক্ষ ৭১ হাজার নাম বাদ পড়ছে রাজ্যের ভোটার লিস্ট থেকে। নির্বাচন কমিশন সূত্রের খবর পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত সবথেকে বেশি এনুমারেশন ফর্ম ডিজিটাইজড হয়েছে। পশ্চিমবঙ্গের সঙ্গে দেশের ১২টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা SIR চলছে।

25
নাম বাদ

নির্বাচন কমিশনের আধিকারিকের দফতর সূত্রের খবর এখনও পর্যন্ত ২৭ লক্ষের বেশি নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। যারমধ্যে মৃতের সংখ্যা প্রায় ১৫ লক্ষ। নিখোঁজ ভোটার ২ লক্ষ ৬১ হাজার। স্থানান্তরিত ভোটারের সংখ্যা ৮ লক্ষ ৮৮ হাজার। আর ডুপ্লিকেট বা একই নাম দুই বা ততোধিক জায়গায় থাকা ভোটারের সংখ্যা ৫৮ হাজার ১৬৮।

35
এনুমারেশন ফর্ম ডিজিটাইজ

নির্বাচন কমিশন সূত্রের খবর সবথেকে বেশি ভোটারের তথ্য ডিজিটাইজ হয়েছে রাজ্য। এখনও পর্যন্ত ৮৭.৯১ শতাংশ। প্রায় ৬ কোটি ৭৩ লক্ষ ৬৮ হাজার ভোটারের তথ্য ডিজিটাইজ হয়েছে। নতুন ভোটারদের নাম তোলার জন্য কমিশন অনলাইন ব্যবস্থা করেছে। ৬ নম্বর ফর্ম পুরণে আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছে।

45
খসড়়া ভোটার তালিকা

নির্বাচন কমিশন আগেই জানিয়ে দিয়েছে খসড় ভোটার তালিকা প্রকাশ করা হবে ৬ ডিসেম্বর। তারপরই আনুষ্ঠানিকভাবে মৃত ও স্থায়ীভাবে স্থানান্তরিত ভোটারদের তালিকা প্রকাশ করা হবে। নিখোঁজ ভোটারদেরও তালিকা আলাদা করে প্রকাশ করা হবে। পুরো বিষয়টি যাতে স্বচ্ছ থাকে তারই ব্যবস্থা করা হবে।

55
স্পেশাল রোল অবজার্ভার নিয়োগ

নির্বাচন কমিশন রাজ্যে এসআইআহর স্বচ্ছ ও ত্রুটিমুক্ত রাখতে স্পেশাল রোল অবজার্ভার নিয়োগ করেছে। ১৯৯০ ব্যাচের রাজ্য ক্যাডারের আইএএস সুব্রত গুপ্তকে নিয়োগ করা হয়েছে। রাজ্যের প্রতিটি জেলায় আলাদা করে নির্বাচনী রোল অবজার্ভার নিয়োগ করেছে কমিশন। এদের কাজ ডিইও বা জেলা শাসক, ইআরওদের কাজ পর্যালোচনা করা। তাদের ভুলগুলি ধরিয়ে দেওয়া। এসআইআর-এর প্রতিটি ধাপ যাতে কমিশনের নির্দেশ মত হত তা খতিয়ে দেখা।

Read more Photos on
click me!

Recommended Stories