মৃত বা একাধিক ঠিকানায় থাকা ভোটার বা স্থানান্তরিত ব্যক্তিদের তথ্য জানাতে হবে বিএলও-কে। কেউ যদি ইচ্ছেকৃতভাবে মৃত, একাধিক ঠিকানায় থাকা ভোটার সম্পর্কে ভুল তথ্য দেন তবে তা শাস্তি যোগ্য অপরাধ। অন্যদিকে যাচাইয়ে গাফিলতি বা ভুল তথ্য নিতে বিএলও-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।