অনেকেই আশা করেছেন, ‘নভেম্বর রেইন’ শেষ হলেই বাতাসের ছোঁয়ায় জাঁকিয়ে শীত পড়বে বাংলায়। সেই মতো শুরু হয়েছিল শীতও। কিন্তু, শেষে বদলে গেল পুরো চিত্র। তবে, ঘূর্ণিঝড় মান্থা-র প্রভাব কাটিয়ে উঠতেই পতন আবহাওয়ার। ভোরে ঠান্ডা আমেজ আর বেলা বাড়তেই গরম। এরই মাঝে খবর এ বঙ্গোপসাগরে নয়া নিম্নচাপের।