এসআইআর আতঙ্কে দেশ ছেড়ে পালানোর হিড়িক, ভারতে বসেই লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন অবৈধ বাংলাদেশিরা!

Published : Nov 20, 2025, 11:34 AM IST

WB SIR On Bangladeshi:  পশ্চিমবঙ্গে ভোটার তালিকা বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর চালু হতেই ভারত-বাংলাদেশ সীমান্তে বাড়ছে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিদের ভিড়। কেন ফিরে যাচ্ছেন তারা? জানুন বিশদে…

PREV
15
ভারত-বাংলাদেশ সীমান্তে বাংলাদেশিদের ভিড়

এসআইআর আবহে পশ্চিমবঙ্গের সীমান্ত লাগোয়া অঞ্চলগুলিতে ঢুঁ মারলে দেখা যাবে একেবারে অন্যচিত্র। ভারত ছেড়ে বাংলাদেশে ফিরতে ভোরবেলা থেকে সীমান্তে ভিড় করছেন এদেশে থাকা অবৈধ বাংলাদেশিরা। কেউ বা এসেছিলেন কাজের খোঁজে। কেউ আবার আত্মীয়ের বাড়িতে ঘুরতে এসে এদেশেই থেকে গিয়েছেন। বানিয়ে নিয়েছেন ভোটার কার্ড, আধার কার্ডও। 

25
কীভাবে সীমান্ত পেরিয়ে ভারতে এতদিন ধরে বসবাস?

SIR আবহে ভারত ছেড়ে বাংলাদেশ চলে যাওয়ার হিড়িক পড়লেও সীমান্তে বাংলাদেশের সাতক্ষীরার এক বাসিন্দা জানিয়েছেন যে, ভারতে পাকাপাকি ভাবে থাকবেন বলে এখানেই সবকিছু বানিয়ে নিয়েছিলেন। কিন্তু পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়ে যাওয়ায় তারা আর এখানে থাকতে পারছেন না। তাই ভারত ছেড়ে পালাচ্ছেন। তবে এখানেই শেষ নয়। বাংলাদেশের নাগরিক হিসেবে ভারতে এসে এদেশের সরকারি চাকরির পরীক্ষাতেও বসেছেন অনেকে। তার প্রমাণ মিলেছে FRRO-র চিঠিতে। শুধু তাই নয়, বিষয়টি নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করেছে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস। 

35
সীমান্তে কড়া নিরাপত্তা, বাড়ছে ভিড়

এদিকে ভারতে এসআইআর চালু হওয়ায় পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন সীমান্তে ক্রমশ বাড়ছে বাংলাদেশিদের ভিড়। শুধু তাই নয়, এসআইআর আতঙ্কে পশ্চিমবঙ্গ ছেড়ে পালাতে ফাঁকা হয়ে গিয়েছে কলকাতার নিউটাউন থেকে শুরু করে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম এলাকার একের পর এক ঝুপড়ি। এদের বেশিরভাগ বাংলাদেশি বলে ভয়ে পালিয়েছে। এমনটাই দাবি মধ্যমগ্রামের স্থানীয় বাসিন্দাদের। 

45
পশ্চিমবঙ্গে বসে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার

শুধু তাই নয়, পশ্চিমবঙ্গে কাজের খোঁজে এসে অনেকেই এখানকার সীমান্তবর্তী অঞ্চলে যেমন আত্মীয় পাতিয়ে জায়গা জমি কিনে নিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন। আবার অনেতে দুই দেশেই ভোট দিচ্ছেন বলে অভিযোগ। এমনকি তারাও পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছেন। নিচ্ছেন রেশনও। 

55
ফের সীমান্ত টপকানোর আশঙ্কা?

যদিও SIR আবহে দিকে-দিকে বাংলাদেশিদের ভারত ছাড়ার হিড়িক পড়ে গেলেও ফের কী তারা আবার এদেশে ফিরবেন? সেই প্রশ্নও মাথাচাড়া দিচ্ছে। কারণ, অনেকেই বাংলাদেশে সবকিছু বিক্রি করে এদেশে জায়গা জমি কিনে স্থায়ী ভাবে বসবাস করতে শুরু করে দিয়েছিলেন। এসআইআর আতঙ্কে ফের বাংলাদেশে পালালেও এই পরিস্থিতি মিটতেই কী ফের তারা আবার ভারতে চলে আসবে? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। তবে অবৈধ ভাবে ভারতে আসা বাংলাদেশিদের জন্য আরও কড়া হচ্ছে কেন্দ্র সরকার। সীমান্তে আরও বাড়ানো হচ্ছে নজরদাড়ি। 

Read more Photos on
click me!

Recommended Stories