এসএসসি দুর্নীতি, প্রাথমিকে টেট কেলেঙ্কারি নিয়ে রাজ্য সরকার ও শাসক দল যথেষ্ট চাপে। এরই মধ্যে বুধবার শাসক শিবিরের জন্য আরও এক খারাপ খবর এল।

বিচারপতি এখন আর পদে নেই, বিচারব্যবস্থার সঙ্গে সরাসরি যুক্ত নেই। কিন্তু তিনি যে রায় দিয়েছিলেন, তা বদলাল না। রায় বদলালে রাজনৈতিক বিতর্ক হতে পারত। বিরোধী দলকে আক্রমণ করতে পারত শাসক দল। কিন্তু সেসব কিছুই হল না। উল্টে শাসক দলকেই ফের দুর্নীতির অস্ত্রে বিদ্ধ করার সুযোগ পেয়ে গেল রাজ্যের প্রধান বিরোধী দল। কী হয়েছে? বেআইনিভাবে যোগ্য চাকরিপ্রার্থীকে বঞ্চিত করে এসএসসি-র মাধ্যমে স্কুলে চাকরি পাওয়ার অভিযোগে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর মেয়ে অঙ্কিতার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। সেই সময় বিচারপতি ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি অঙ্কিতার নিয়োগ বাতিল করার রায় দেন। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন প্রাক্তন মন্ত্রীর মেয়ে। কিন্তু শীর্ষ আদালতে গিয়ে তাঁর কোনও লাভ হল না। বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ বলেছে, অঙ্কিতার নিয়োগ সন্দেহজনক। ফলে কলকাতা হাইকোর্টের রায়ই বহাল থাকল। চাকরি ফিরে পাচ্ছেন না প্রাক্তন মন্ত্রীর মেয়ে।

কীভাবে চাকরি পেয়েছিলেন অঙ্কিতা?

কোচবিহারের মেখলিগঞ্জের বাসিন্দা পরেশ। তিনি সেখানকারই বিধায়ক। তাঁর মেয়ে এক স্কুলে একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষিকা হিসেবে চাকরি পান। কিন্তু অঙ্কিতা বেআইনিভাবে চাকরি পেয়েছেন বলে দাবি করে হাইকোর্টে মামলা করেন চাকরিপ্রার্থী ববিতা সরকার। ২০২২ সালের ১৭ মে তৎকালীন বিচারপতি অভিজিৎ সিবিআই-কে নির্দেশ দেন, মন্ত্রীকে জেরা করতে হবে। তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকড়কে আর্জি জানায় হাইকোর্ট। অঙ্কিতার নিয়োগ বাতিল হয়। এবার সেই রায়ই বহাল থাকল।

ববিতাও চাকরি খুইয়েছেন

অঙ্কিতার চাকরি বাতিল করার নির্দেশ দেওয়ার পাশাপাশি বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। ফলে চাকরির পাশাপাশি বেতন হিসেবে ১৫ লক্ষ টাকা পান ববিতা। কিন্তু পরে দেখা যায় তাঁরও নম্বর মূল্যায়নে ভুল ছিল। ফলে তিনিও চাকরি হারান। সেই চাকরি পান এক চাকরিপ্রার্থী অনামিকা রায়। পরে তিনিও চাকরি খোয়ান।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের জোড়া রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে অঙ্কিতা, শুনানি সোমবার

দ্বিতীয় হুগলি সেতুতে ঝগড়া করে বিপাকে বাবুল-অভিজিৎ, পুলিশে অভিযোগ দায়ের সমাজকর্মীর

ওয়াকফ বিল নিয়ে অভিজিৎ-কল্যাণের তর্কাতর্কি, কাচের বোতল ভেঙে হাত কাটল তৃণমূল সাংসদের