মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ নিয়ে এবার কড়া নির্দেশিকা সুপ্রিম কোর্টের। কলকাতা হাইকোর্টের নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলো সুপ্রিম কোর্ট। যারফলে এখনই খারিজ হচ্ছে না মুকুল রায়ের বিধায়ক পদ। জানা গিয়েছে, মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ হওয়া নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল মুকুল পুত্র শুভ্রাংশু রায়। তার আবেদনের ভিত্তিতে শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ এই স্থগিতাদেশ দিয়েছে।
25
হলফনামা জমা দেওয়ার নির্দেশ
একই সঙ্গে সুপ্রিম কোর্ট বঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও অম্বিকা রায় এবং মুকুল রায়কে নোটিস পাঠিয়েছে। এবং আগামী চার সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
35
মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন
এদিকে সুপ্রিম কোর্টে মুকুল রায়ের ছেলের করা চ্যালেঞ্জের নির্দেশ নিয়ে উঠছে প্রশ্ন। একদিকে মুকুল রায় যেহেতু সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত নয় তাই তার ছেলের করা মামলার গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠছে। ফলে সক্রিয় রাজনীতি থেকে তিনি এখন অনেক দূরে। সব দিক বিবেচনা করে সুপ্রিম কোর্ট বর্তমানে কলকাতা হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে।
সূত্রের খবর, গত ১৩ নভেম্বর দলত্যাগ বিরোধী আইনে মুকুলের বিধায়ক পদ খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। কিন্তু নির্বাচিত প্রতিনিধির পদ আদালত খারিজ করতে পারে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছিল। নিয়ম অনুযায়ী এই ক্ষমতা রয়েছে বিধানসভার স্পিকারের। যদিও স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান, মুকুল রায় সক্রিয় রাজনীতিতে যুক্ত কীনা এবং তিনি কোন দলের সঙ্গে রয়েছেন সেই বিষয়ে স্পষ্ট ধারণা নেই তার। ফলে তিনি মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করতে পারছেন না।
55
কোন পথে মুকুলের ভবিষ্যৎ?
এদিকে বাবার সঙ্গেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন মুকুল পুত্র শুভ্রাংশু রায়। কলকাতা হাইকোর্ট মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করে দিলে তার বিরোধিতা করে শীর্ষ আদালতে যান মুকুল পুত্র। শুক্রবার সেই মামলার শুনানিতে হাইকোর্টের নির্দেশের উপর অন্তবর্তী স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট।