নদিয়ার চাকদহের বাসিন্দা বিপ্লব সরকার। তিনি ও তাঁর ভাই দুজনেই কাঠ মিস্ত্রির কাজ করেন। তাদের বাড়িতেই ইডি হানা দেয় আজ সকালে। ইডি সূত্রে জানা গিয়েছে ভুয়ো পাসপোর্টে কাণ্ডের তদন্তে নেমেই বিপ্লবদের নাম পেয়েছে কেন্দ্রীয় সংস্থার। 

পেশায় কাঠমিস্ত্রি। বাড়ি, টিনের চালে। এমনই একটি বাড়িতে সোমবার সাত সকালে হানা দিন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি একটি দল। টিনের চালের বাড়িতে দুই ভাই থাকে। কষ্টেসিস্টে দিন চলে যায়। এমনই জানত স্থানীয় বাসিন্দা। কিন্তু তাদের বাড়িতে ইডি হানা দেওয়ায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে নদিয়ার চাকদহে। ইডি সূত্রে জানা দিয়েছে জাল পাসপোর্ট কাণ্ডের তদন্তেই তারা তল্লাশি অভিযান চালাচ্ছে। বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে নদিয়ার চাকদহের বাসিন্দা বিপ্লব সরকার। তিনি ও তাঁর ভাই দুজনেই কাঠ মিস্ত্রির কাজ করেন। তাদের বাড়িতেই ইডি হানা দেয় আজ সকালে। ইডি সূত্রে জানা গিয়েছে ভুয়ো পাসপোর্টে কাণ্ডের তদন্তে নেমেই বিপ্লবদের নাম পেয়েছে কেন্দ্রীয় সংস্থার। আপাশাপাশি দুই ভাই আন্তর্জাতিক হাওয়ালা চক্রের সঙ্গেও যুক্ত। ইডি সূত্রের খবর, ভারতে জেলবন্দি পাকিস্তানি নাগরিকদের সঙ্গেও চাকদহের দুই ভাইয়ের যোগাযোগ রয়েছে। ইডির চার আধিকারিক দুই ভাইয়ের বাড়িতে তল্লাশি চালাচ্ছে।

ভুয়ো নথি দাখিল করে জাল পাসপোর্টে তৈরির চক্রের প্রথম সন্ধান পাওয়া যায় গত বছরের শেষের দিকে। চলতি বছর বিরাটি থেকে গ্রেফতার করা হয় আজাদ মল্লিক নামের এক ব্যক্তিকে। পরে জানা যায় ওই ব্যক্তির আসল নাম আহমেদ হোসেন। বাংলাদেশ থেকে ভারতে আসে সে। তার কাছ থেকে উদ্ধার হয়েছিল পাকিস্তানি জাল পাসপোর্ট। আজাদকে জেরা করেই ইন্দু ভূষণ নামে এক ব্যক্তির সন্ধান পেয়েছিল ইডি। তদন্তে জানা যায় অনুপ্রবেশকারীদের থেকে প্রচুর টাকা নিয়ে ভোটার কার্ড , আধার কার্ড, ভারতীয় নাগরিকত্বের নানা জাল নথি দিত ইন্দু। ইন্দু আর আজাদের মোবাইল ফোনের সূত্র ধরেই বিপ্লব আর তাই ভাইয়ের সন্ধান পেয়েছে ইডি। তাই এদিনের হানা।