Winter Update In Kolkata: হাওয়া বদলে নভেম্বরের শেষ সপ্তাহ থেকেই বাতাসে শীতের আমেজ। বেলার দিকে গরমে লাগলেও ভোরবেলা বেশ শীতল আবহাওয়া। লক্ষ্মীবারে কেমন থাকবে আবহাওয়া? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যা ২২ নভেম্বর নাগাদ নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রাজ্যজুড়ে আপাতত শুষ্ক আবহাওয়ায় বজায় থাকবে। হাওয়া অফিস সূত্রে খবর, , দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও লাগোয়া অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এবং তা সমুদ্রস্তর থেকে প্রায় ৩.১ কিমি পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ২২ নভেম্বরের কাছাকাছি একটি নিম্নচাপের সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। যা পরবর্তী ৪৮ ঘণ্টায় পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও শক্তিশালী হতে পারে বলে পূর্বাভাস রয়েছে।
25
দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
রাজ্য পরিস্থিতি সারা পশ্চিমবঙ্গে শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। দক্ষিণ ২৪ পরগনার এক-দু’জায়গায় অল্প কুয়াশা দেখা গিয়েছে। উত্তরবঙ্গের কোচবিহারের এক-দু’স্থানে দমকা হাওয়া ছিলো। ন্যূনতম তাপমাত্রা দক্ষিণবঙ্গে কয়েক স্থানে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে সামগ্রিকভাবে বহু স্থানে স্বাভাবিকের চেয়ে কম থেকে উল্লেখযোগ্যভাবে কম রয়েছে। উত্তরবঙ্গে কিছু স্থানে কম, কিছু স্থানে বেশি, বাকি জায়গায় স্বাভাবিকের কাছাকাছি থেকেছে তাপমাত্রা। জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
35
কবে থেকে বাড়বে শীতের দাপট?
শীতের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে দক্ষিণবঙ্গের শ্রীনিকেতনে ১৪.৬°C, উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে ১৩.০°C এবং পাহাড়ে দার্জিলিংয়ে ৭.০°C । আগামী দু’দিন রাজ্য জুড়ে রাতের তাপমাত্রা প্রায় ২°C বাড়তে পারে, তার পরে তিন দিন বড় পরিবর্তনের সম্ভাবনা নেই । আগামী এক সপ্তাহে রাজ্যজুড়ে বড় কোনও আবহাওয়া সতর্কতা নেই। দার্জিলিং জেলায় এক-দু’জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়াই প্রবল সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ প্রধানত পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে প্রায় ৩০°C ও ২০°C থাকার সম্ভাবনা রয়েছে। আগামী সাত দিনে ১৯–২১ নভেম্বর প্রধানত পরিষ্কার আকাশ ও তাপমাত্রা প্রায় ৩০°C/২০°C; ২২ নভেম্বর পরিষ্কার আকাশে ন্যূনতম নামতে পারে ১৯°C।
55
বৃষ্টির পূর্বাভাস?
২৩–২৫ নভেম্বর আংশিক মেঘলা আকাশে সর্বোচ্চ ২৮–২৯°C ও ন্যূনতম ১৮–১৯°C ঘোরাফেরা করবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। আজ ১১:৩০ IST-এ কলকাতায় সর্বোচ্চ ২৯.৩°C (স্বাভাবিকের থেকে −০.৭°C), সর্বনিম্ন ১৮.৮°C (−১.১°C), আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯১% ও সর্বনিম্ন ৪১%, এবং ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত ০.০ মিমি রেকর্ড হয়েছে।