Lakshmi Bhandar: বাতিল হয়ে যাবে হাজার হাজার লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্ট! বেছে বেছে দেওয়া হবে টাকা, কড়া সিদ্ধান্ত নবান্নের?

Published : May 14, 2025, 09:11 AM IST

বাতিল হয়ে যাবে হাজার হাজার লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্ট! বেছে বেছে দেওয়া হবে টাকা, কড়া সিদ্ধান্ত নবান্নের! মে মাস থেকে চালু হওয়া নতুন নিয়মের কারণে বাতিল হয়ে যাচ্ছে লক্ষ লক্ষ লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্ট। কেন এই সিদ্ধান্ত নিল রাজ্য সরকার?

PREV
18

মে মাস থেকে চালু হওয়া নতুন নিয়মের কারণে বাতিল হয়ে যাচ্ছে লক্ষ লক্ষ লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্ট। কেন এই সিদ্ধান্ত নিল রাজ্য সরকার?

28

এই বছরের রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়ানোর ইঙ্গিত দেওয়া হলেও, মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে সে বিষয়ে একটিও শব্দ উচ্চারণ করেননি।"

48

চলতি বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতা বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হলেও, বাস্তবে তা বাড়েনি। বরং এবার রাজ্য সরকার হাজার হাজার অ্যাকাউন্ট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

58

রাজ্য সরকারের কড়া নিয়ম না মানলে একাধিক লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্ট একসঙ্গে বাতিল হয়ে যাবে। ভাতা পেতে হলে মানতে হবে সব শর্ত।

68

জানা গিয়েছে, এখন থেকে কোনও জয়েন্ট অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভাণ্ডারের টাকা জমা পড়বে না। ভাতা পেতে হলে অবশ্যই একক (সিঙ্গেল) অ্যাকাউন্ট থাকতে হবে।

78

২০ থেকে ৬০ বছর বয়সীদেরই এই প্রকল্পের আওতায় ভাতা মিলবে। এই বয়সসীমার বাইরে কেউ আর টাকা পাবেন না। পাশাপাশি, নির্দিষ্ট ব্যাংকে গিয়ে KYC আপডেট করাও বাধ্যতামূলক—না হলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আর অ্যাকাউন্টে ঢুকবে না।

88

এই শর্তগুলি না মানলে বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডারের সমস্ত অ্যাকাউন্ট। একের পর এক অ্যাকাউন্ট বাতিল করার পথে হাঁটছে রাজ্য সরকার। কড়া নির্দেশিকা জারি করতে চলেছে প্রশাসন।

click me!

Recommended Stories