আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, শ্রীলঙ্কা উপকূলের কাছে একটি নিম্নচাপ অবস্থান করছে। সেটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আসছে। আবার মাত্র দুই দিন পরে, শনিবার বঙ্গোপসাগরে তৈরি হতে পারে আরও একটি নিম্নচাপ অঞ্চল। আগামী ৪ ঘণ্টার মধ্যেই সেটি সুস্পষ্ট রূপ নেবে। যার কারণেই বাংলায় বিশেষ করে দক্ষিণের জেলাগুলিতে শীত উধাও হয়ে গেছে।