SIR নিয়ে সাবধান! এনুমারেশন ফর্মে এই ভুলটি করলেই বাতিল হবে আপনার নাম
এনুমারেশন ফর্মে ভুলেও এই কাজটি করবেন না। তাহলেই বাতিল হয়ে যেতে পারে আপনার এনুমারেশন ফর্ম। তাই ফর্ম পুরণ করার সময় অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে। না হলেও ভোটার তালিকা থেকে বাদ পড়বেন আপনি।

এনুমারেশন ফর্ম
রাজ্যের প্রায় প্রত্যেক ভোটারের কাছেই পোঁছে গেছে এনুমারেশন ফর্ম। আগামী ৪ ডিসেম্বরের মধ্যেই SIR-র জন্য এনুমারেশন ফর্ম জমা দিয়ে দিতে হবে। ফর্ম ফিলআপ করেই তা জমা দিতে হবে বিএলও-দের কাছে। কিন্তু এনুমারেশন ফর্মে ভুলেও এই কাজটি করবেন না। তাহলেই বাতিল হয়ে যেতে পারে আপনার এনুমারেশন ফর্ম।
কী করবেন না?
২টি এনুমারেশন আপনার জন্য বরাদ্দ। দুটি আপনাকে পুরাণ করতে হবে। ফর্মে ভুল হলে কাটাকাটি করা বা হোয়াইটনার দেওয়ার কথা অনেকেই ভাবেন। কিন্তু এই কাজটি করবেন না। হোয়াইটনার না ব্যবহার করে পুরোটা কেটে দিয়ে পাশে পরিষ্কার করে আপনার সঠিক তথ্যটি বসিয়ে দিহলে সেটি বিএলওরা গ্রহণ নাও করতে পারে। দুটি ফর্ম পুরণ করতে হবে। দুটি ফর্মই পাঠযোগ্য হতে হবে।
নতুন ফর্ম পাবেন না
নির্বাচন কমিশন জানিয়েছে প্রতিটি ফর্মেই ইউনিক কোড ব্যবহার করা হয়েছে। তাই নতুন ফর্ম পাওয়া প্রায় অসম্ভব। সেক্ষেত্রে ধীরেসুস্থ ঠান্ডা মাথায় ফর্ম ফিলাপ করা জরুরি।
থাককে হবে
নির্বাচন কমিশন জানিয়েছে এনুমারেশন ফর্মে থাকতে হবে ভোটার বা পরিচয়পত্র-সহ নিকট আত্মীয়ের সই। লিখতে গিয়ে ভুল হবে একটিমাত্র দাগ দিয়ে কেটে সংশোধন করা যাবে।
ফর্ম জমা
একটি ফর্ম জমা দিতে হবে। বিএলওকে। অন্য ফর্মটি বিএলওকে সই করতে হবে। তারপর সেটি পরিবারের সদস্যদের কাছেই রাখতে হবে। খসড়া তালিকায় নাম না ওঠা পর্যন্ত ফর্ম অবশ্যই যত্ন করে রাখবেন।
শাস্তি যোগ্য অপরাধ
মৃত বা একাধিক ঠিকানায় থাকা ভোটার বা স্থানান্তরিত ব্যক্তিদের তথ্য জানাতে হবে বিএলও-কে। কেউ যদি ইচ্ছেকৃতভাবে মৃত, একাধিক ঠিকানায় থাকা ভোটার সম্পর্কে ভুল তথ্য দেন তবে তা শাস্তি যোগ্য অপরাধ। অন্যদিকে যাচাইয়ে গাফিলতি বা ভুল তথ্য নিতে বিএলও-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।

