Weather Update: শনিবার হঠাৎ করেই কলকাতার তাপমাত্রার পতন। আবার শীত ফিরবে কিনা তাই নিয়ে জল্পনা শুরু হয়েছে। কিন্তু সেই সব উড়িয়ে দিয়ে আলিপুর হাওয়া অফিস কী জানাল তাই দেখুন ছবিতে।
মাঘ মাসের শুরুতেও কনকনে ঠান্ডা ছিল কলকাতা-সহ গোটা রাজ্যে। কিন্তু সরস্বতী পুজোর পর থেকেই তাপমাত্রা পারদ চড়তে শুরু করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। গত দুই দিন হঠাৎ করেই শীত পুরোপুরি গায়েব হয়ে যায়। কিন্তু শনিবার আবার ফিরল শীত। দক্ষিণের একাধিক জেলার সঙ্গে কলকাতার তাপমাত্রার পারদ হল নিম্নগামী।
25
কলকাতার তাপমাত্রা
শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা শুক্রবারের থেকে প্রায় এক ডিগ্রি কম। শুক্রবারের তাপমাত্রা ১৭ ডিগ্রির আশেপাশে ছিল। তাতেই প্রশ্ন আবারও শীত ফিরবে রাজ্যে? বর্তমানে উত্তরভারতের একাধিক রাজ্যে কনকনে ঠান্ডা রয়েছে। আর বাংলাতে একটি প্রবাদও রয়েছে 'মাঘের শীত বাঘের গায়ে'।
35
শীতের সম্ভাবনা খারিজ
আলিপুর হাওয়া অফিসে নতুন করে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা খারিজ করে দিয়েছে। তবে তাপমাত্রার পারদ বাড়তে পারে বলেও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তরভারতে একের পর পশ্চিমী ঝঞ্ঝার কারণেই তাপমাত্রার পারদ উর্ধ্বগামী হবে বলেও জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। তবে আপাতত কয়েক দিন শীতের আমেজ থাকবে বলেও জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে । কলকাতায় সকালের দিকে হালকা কুয়াশা হতে পারে। উপকূল অঞ্চলের জেলাগুলিতে আগামী কয়েক দিন তাপমাত্রা ১৫ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে ১১–১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
55
উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার-সহ উত্তরবঙ্গের একাধিক জায়গায় আগামী কয়েকদিন ঘন কুয়াশা দেখা দিতে পারে। আগামী কয়েকদিনে সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। পাহাড়ের তাপমাত্রার পারদও উর্ধ্বগামী। দার্জিলিং পাহাড়ের তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস করে বাড়তে পারে।