- Home
- West Bengal
- West Bengal News
- 'মাঘের শীত বাঘের গায়ে' প্রবাদ প্রমাণে উঠেপড়ে লেগেছে শীত, ঠান্ডায় শ্রীনিকেতনকে হারাল কল্যাণী
'মাঘের শীত বাঘের গায়ে' প্রবাদ প্রমাণে উঠেপড়ে লেগেছে শীত, ঠান্ডায় শ্রীনিকেতনকে হারাল কল্যাণী
আপাতত শীতের হাত থেকে রেহাই নেই। তেমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। 'মাঘের শীত বাঘের গায়ে' প্রাচীন এই প্রবাদ এবার দীর্ঘ দিন পরেই বঙ্গে , বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য সত্য়ি হতে চলেছে।

রাতারাতি তাপমাত্রার পতন
আবারও জাঁকিয়ে শীত কলকাতা-সহ গোটা বঙ্গে। আপাতত শীতের হাত থেকে রেহাই নেই। তেমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। 'মাঘের শীত বাঘের গায়ে' প্রাচীন এই প্রবাদ এবার দীর্ঘ দিন পরেই বঙ্গে , বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য সত্য়ি হতে চলেছে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস মকর সংক্রান্তি পর্যন্ত এই অস্বস্তিকর ঠান্ডা থাকবে।
কলকাতার তাপমাত্রা
আলিপুর হাওয়া অফিসের ওয়েব সাইট অনুযায়ী সোমবার, ১২ জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১.২ ডিগ্রি কম। দিনের অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রির আশেপাশে থাকবে। যা স্বাভাবিকের তুলনায় বেশ কিছুটা কম হবে বলেও পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিসয আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত কলকাতার তাপমাত্রা পরিবর্তন হওয়ার তেমন কোনও ইঙ্গিত আলিপুর হাওয়া অফিস দেয়নি।
শীতে 'ঠকঠক' দক্ষিণবঙ্গ
এবার প্রথম থেকেই জাঁকিয়ে শীত পড়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। জানুয়ারির প্রথম সপ্তাহে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাকে টেক্কা দিয়েছে দক্ষিণবঙ্গে। তবে এবার তাপমাত্রার পতনে দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যেই দৌড় শুরু হয়ে গেছে। দক্ষিণবঙ্গের শীতলতম জেলার শিরোপা এতদিন ধরে নিজের কাছেই রেখেছিল বীরভূম। শ্রীনিকেতনের তাপমাত্রা ৬ ডিগ্রির নিচে নেমে গিয়েছিল। কিন্তু আজ খেতাব হাতছাড়া শ্রীনিকেতনের।
শীতলতম স্থান
আজ দক্ষিণবঙ্গের শীতলতম স্থান কল্যাণীয সোমবার নদিয়ার কল্যাণীতে তাপমাত্রার পারদ নেমেছিল ৭ ডিগ্রিতে। আজ শ্রীনিকেতনের তাপমাত্রা ৮ ডিগ্রি। দক্ষিণবঙ্গের বাকি জেলার তাপমাত্রার পারদও নিম্নগামী। আজও পুরুলিয়াতে দেখা গেছে ভূমি তুষার। উত্তরবঙ্গের আবহাওয়ারও বিশেষ কোনও পরিবর্তন হবে না।
রাজ্যের শীতলতম স্থান দার্জিলিং। সর্বনিম্ন তাপমাত্রা অর্থাৎ রাতের তাপমাত্রা ছিল ৩.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ অর্থাৎ গতকাল দিনের তাপমাত্রা ছিল ১১.৪ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়ার পূর্বাভাস
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, এবার সংক্রান্তিতে কনকনে ঠান্ডা অনুভূত হবে। আগামী দুই দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রার পারদ আরও দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে। পরের চার থেকে পাঁচ দিন আবহাওয়ার তেমন কোনও পরিবর্তন হবে না। তাপমাত্রার পারদ স্বাভাবিকের তুলনায় নিচে থাকবে। আর উত্তরবঙ্গের আবহাওযার আগামী ৭ দিন কোনও পরিবর্তন হবে না।

