Weather Update: আকাশে ঘনাচ্ছে কালো মেঘ! আর কয়েক ঘণ্টা পরেই জেলায় জেলায় শুরু তুমুল ঝড়-বৃষ্টি?

Published : Apr 11, 2025, 03:36 PM IST

যে কোনও মুহূর্তে বৃষ্টি নামতে পারে। ঠিকই আন্দাজ করেছেন। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, কিছুক্ষণের মধ্যেই কলকাতা শহর-সহ জেলায় তেড়ে বৃষ্টি নামতে চলেছে। বিকেলের মধ্যেই ঝমঝমিয়ে বৃষ্টি নামবে সর্বত্র। বৃষ্টির পাশাপাশি সঙ্গী হবে ঝোড়ো হাওয়াও।

PREV
110

ফের একবার ডিগবাজি খেল বাংলার আবহাওয়া (Weather Update)। বৃহস্পতিবার রাতভর ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে।

210

এদিকে টানা এহেন ঝড়-বৃষ্টির জেরে বাংলার তাপমাত্রা এক ধাক্কায় যেন বেশ খানিকটা কমে গিয়েছে ফলে স্বস্তি নেমেছে সকলের মধ্যে।

410

যে কোনও মুহূর্তে বৃষ্টি নামতে পারে। হ্যাঁ ঠিকই আন্দাজ করেছেন।

510

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা শহর-সহ জেলায় জেলায় তেড়ে বৃষ্টি নামতে চলেছে।

610

দুপুর বা বিকেলের মধ্যেই ঝমঝমিয়ে বৃষ্টি নামবে সর্বত্র। বৃষ্টির পাশাপাশি সঙ্গী হবে ঝোড়ো হাওয়াও।

710

প্রথমেই জেনে নেওয়া যাক কলকাতা শহর থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে।

810

চার জেলায় মূলত কালবৈশাখী সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে নামবে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টিপাত। এই জেলাগুলি হল বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম। বইবে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।

910

বাকি জেলা যেমন মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর উত্তর দক্ষিণ ২৪ পরগনা হাওড়া হুগলি ও কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের জন্য হলুদ সর্তকতা জারি করা হয়েছে।

1010

উত্তরবঙ্গেও জেলায় জেলায় বজ্রবিদ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর জেলায়। আলিপুরদুয়ার কোচবিহার দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। বইবে ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘন্টা বেগে হাওয়া।

click me!

Recommended Stories