- Home
- West Bengal
- West Bengal News
- Weather Updates: চৈত্রেই নিম্নচাপ সাগরে! স্বস্তির বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়
Weather Updates: চৈত্রেই নিম্নচাপ সাগরে! স্বস্তির বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়
কলকাতা-সহ পশ্চিমবঙ্গের আবহাওয়া: ঘূর্ণাবর্তের অবস্থান, সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

স্বাস্তির বৃষ্টি
দীর্ঘ প্রতীক্ষার পর আজ হতে পারে ঝেঁপে বৃষ্টি। চৈত্রেই নিম্নচাপের ভ্রুকুটি। সাগরে নিম্নচাপের কারণে বৃহস্পতিবার থেকেই ভিজতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা।
ঘূর্ণাবর্তের অবস্থান
দক্ষিণ-পূর্ব মধ্যপ্রদেশ থেকে একটি ঘূর্ণাবর্ত গাঙঅগেয় বঙ্গ অতিক্রম করে ছত্তিশড় ও ঝড়খণ্ড পর্যন্ত বিস্তৃত হয়েছে। এই ঘূর্ণাবর্তটি সমুদ্র পৃষ্ঠ থেকে ০.৯ কিলোমিটার ওপরে অবস্থা করছে।
জলীয় বাষ্প ঢুকছে
ফলে অনুকুল বায়ু প্রবেশের পরিস্থিতি তৈরি হয়েছে এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে দক্ষিণবঙ্গের আকাশে। যার জেরে আগামী রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়ার পরিস্থিতি তৈরি হতে চলেছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
নিম্নচাপের অবস্থান
মধ্য দক্ষিণ বঙ্গোপসাগরে মঙ্গলবার তৈরি হয়েছে একটি নিম্নচাপ । আজ অর্থাৎ বৃহস্পতিবার রাতের পর এটি অবস্থান করবে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় ৷ পরবর্তী ৪৮ ঘণ্টায় এর অভিমুখ হবে উত্তর দিকে । এটি ক্রমশ পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের দিকে এগোবে।
সকাল থেকেই মেঘলা আকাশ
এদিন সকাল থেকেই মেঘলা আকাশ আর ঝোড়ো হাওয়া বইছে। গরম আর অস্বস্তি অনেকটাই কম। রোদের দাপটও উধাও হয়েছে।
কলকাতার তাপমাত্রা
এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা ২৬.১ ডিগ্রি। আগামী কাল থেকে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বৃষ্টির সম্ভাবনা
দক্ষিণবঙ্গের পশ্চিমপ্রান্তের জেলাগুলিতে এদিন বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ ও পশ্চিম মেদিনীপুরে।
উত্তরবঙ্গে বৃষ্টি
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পয়লা বৈশাখে থাকবে স্বস্তি
আবহাওয়া বিজ্ঞানীরা মনে করছেন, পয়লা বৈশাখ পর্যন্ত রোদের তেজ কিছুটা হলেও কম থাকবে। গরম আর অস্বস্তিও কিছুটা কম থাকবে।
বৃষ্টির সম্ভাবনা
আলিপুর হাওয়া অফিসের ওয়েবসাইট অনুযায়ী কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকে জেলাগুলিতেও ঝড় বৃষ্টি হতে পারে।

