শীঘ্রই গরম থেকে মিলবে স্বস্তি, সোমবার খুশির খবর দিল হাওয়া অফিস, ভাসবে কোন কোন জেলা?

Published : Mar 03, 2025, 06:02 PM IST

মার্চের শুরু থেকেই তীব্র গরমে নাজেহাল সকলে। তবে আবহাওয়া দফতর সূত্রে খবর, শীঘ্রই তাপমাত্রা কমতে পারে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। যদিও সপ্তাহের শেষে আবারও তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

PREV
110

মার্চের শুরু থেকেই গরমে নাভিশ্বাস উঠছে সকলের। এবার গরম কেমন কাটবে তা নিয়ে এখন থেকেই চিন্তায় সকলে।

210

তবে, এবার মিলল ভালো খবর। শীঘ্রই বদল হবে তাপমাত্রা। কমবে গরম।

310

আবহাওয়া দফতর সূত্রে খবর, একটি ঘূর্ণাবর্ত মালদ্বীপ সংলগ্ন একালায় অবস্থান করছে। এই ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা রয়েছে লাক্ষাদ্বীপ পর্যন্ত।

410

একটি ঘূর্ণাবর্ত রয়েছে অসমেও। এই জোড়া শনিবার ঘূর্ণাবর্তের মাঝে দক্ষিণবঙ্গের জন্য রয়েছে দারুণ খবর।

510

সে কারণে চলতি সপ্তাহের মাঝামাঝি সময় দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমে যাবে।

610

সপ্তাহের শেষে আবারও বাড়বে তাপমাত্রা। কলকাতা ৩৩ ডিগ্রি সেলসিয়াস আর অন্যান্য জেলায় তাপমাত্রা হবে ৩৬ ডিগ্রি সেলসিয়াস।

710

আজ সোমবার কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা হবে ২৪.৪ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৮ ডিগ্রি।

810

আগামী চার পাঁচদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গ থাকবে শুকনো।

910

উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ থাকবে পরিষ্কার। আগামী ৪-৫ দিন তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।

1010

তবে চলতি সপ্তাহে গরম কিছুটা হলেও কমবে বলে আশা করছেন সকলে।

click me!

Recommended Stories