সোম থেকেই ফের ঝড় বৃষ্টি রাজ্যে? ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা! দক্ষিণবঙ্গে গরম কমবে?
রাতে আরামদায়ক আবহাওয়া, দুপুরে গা চিড়বিড়ে গরম। বসন্তের খামখেয়ালিপনায় নাজেহাল সবাই। এরওপর নাকি খেল দেখাবে বৃষ্টি! কবে থেকে শুরু হবে বৃষ্টির ধারাপাত? আপডেট দিল আবহাওয়া দফতর।

এবারের মত শীত বিদায় নিয়েছে রাজ্য থেকে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, দক্ষিণবঙ্গে (South Bengal Weather) ক্রমশ তাপমাত্রা বাড়বে।
মার্চ মাসের শুরুতেই ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে।
ফলত নতুন সপ্তাহ থেকেই গরমের অনুভূতি বুঝতে শুরু করবে মানুষ। (West Bengal Weather Update)
হাওয়া অফিস জানাচ্ছে, পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর-পশ্চিম ভারতে। আজ পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে নতুন করে।
ওদিকে রাজস্থানে তৈরি হয়েছে একটি নিম্নচাপ এলাকা। পাকিস্তান পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি হয়েছে। যা মধ্য মহারাষ্ট্র এবং গুজরাট এলাকায় বিস্তৃত।
অসমের উপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত যেটি বিস্তৃত অরুণাচল প্রদেশ এলাকায়।
যদিও আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে।
নতুন সপ্তাহেও বৃষ্টি হবে না কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়।
দক্ষিণবঙ্গে ক্রমশ বাড়বে তাপমাত্রার পারদ। দিন ও রাত দুইয়েরই তাপমাত্রা বাড়বে। তিন থেকে চার ডিগ্রি বেড়ে যেতে পারে।
সকালের দিকে কোথাও কোথাও আংশিক মেঘলা থাকতে পারে আকাশ। তবে সম্ভাবনা কম। এ সপ্তাহে আর বৃষ্টির সম্ভাবনা নেই।
পশ্চিমী ঝঞ্ঝার জেরে উত্তরবঙ্গের (North Bengal Weather) দার্জিলিং ও কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে।