ফের বাড়তে চলেছে তাপমাত্রা! বছরের শেষ মাসে বদলে যাচ্ছে আবহাওয়ার রূপ

গত কয়েকদিন ধরে রাজ্যে শীতের আমেজ দেখা যাচ্ছে। ফলে বেশিরভাগ মানুষই খুশি। কিন্তু আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে যে পূর্বাভাস দেওয়া হয়েছে, তাতে ঠান্ডা ভাব বজায় থাকার আশা কমে যাচ্ছে।

সুখ বড় ক্ষণস্থায়ী। দক্ষিণবঙ্গে এবারের শীতও কি তাই? আলিপুর আবহাওয়া দফতর তেমনই ইঙ্গিত দিচ্ছে। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, কয়েকদিনের মধ্যে রাজ্যের সর্বত্র ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা বাড়তে চলেছে। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস নেই। তবে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় সামান্য বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আপাতত দক্ষিণবঙ্গের কোনও জেলায় ঘন কুয়াশার পূর্বাভাসও নেই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে চলেছে। নিম্নচাপের অভিমুখ রয়েছে তামিলনাড়ুর উপকূলের দিকে। এর প্রভাবেই উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

দার্জিলিঙের চেয়ে পুরুলিয়ায় বেশি ঠান্ডা!

Latest Videos

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। রবিবারের চেয়ে সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেশি। দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা পুরুলিয়ায়। সোমবার এই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৭.১ ডিগ্রি সেলসিয়াস। সোমবার দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৮ ডিগ্রি সেলসিয়াস। কালিম্পঙের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস। ঝাডগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলে গেলে শীতের এই সুখের দিন ফুরিয়ে যাচ্ছে। বিশেষ করে কলকাতায় শীতের আমেজ বেশিদিন থাকছে না।

দক্ষিণবঙ্গে শৈত্যপ্রবাহের সতর্কতা আর নেই

রবিবার আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে দক্ষিণবঙ্গের তিন জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছিল। কিন্তু সোমবার জানানো হয়েছে, মঙ্গলবার থেকে তাপমাত্রা বাড়তে চলেছে। একইসঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে চলেছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভোরের দিকে হাল্কা কুয়াশা থাকলেও, ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়নি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

আর ক'দিনের মধ্যেই শুরু স্নো-ফল দেশ জুড়ে? ভয়াবহ ঠান্ডার পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

এবার তুষারপাত হবে ভারতবর্ষ জুড়ে? শীত নিয়ে ভয়াবহ আপডেট দিল আবহাওয়া দফতর

আর কয়েক দিনের মধ্যেই কলকাতায় পড়বে বরফ! তাপমাত্রা নামবে মাইনাসে? কী বলছে আবহাওয়া দফতর

Share this article
click me!

Latest Videos

'৭০ ভাগ হিন্দুদের এক হতে হবে, তাহলেই সিদ্দিকুল্লা-ফিরহাদদের স্বপ্ন শেষ!' | Suvendu Adhikari | BJP
চারদিন থেকে নিখোঁজ ছেলে! তারপর যা হলো দেখে আঁতকে উঠবেন, চাঞ্চল্য Hooghly-তে, দেখুন
Suvendu Adhikari Live : বারাসত থেকে বাংলদেশকে চরম আক্রমণে শুভেন্দু অধিকারী
বাবা Saif Ali Khan-কে দেখতে এলেন Sara Ali Khan, দেখুন সেই মুহূর্ত! #shorts #shortsfeed #shortsvideo
Sukanta Majumdar : BSF-কে লক্ষ্য করে গুলি বাংলাদেশীদের, ক্ষোভ উগরে দিয়ে যা বললেন সুকান্ত