- Home
- West Bengal
- Kolkata
- শুক্রে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা, জেনে নিন কোন কোন জেলায় হবে বৃষ্টি, কেমন থাকবে কলকাতার আবহাওয়া
শুক্রে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা, জেনে নিন কোন কোন জেলায় হবে বৃষ্টি, কেমন থাকবে কলকাতার আবহাওয়া
উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলোতে বৃষ্টি ও তুষারপাত অব্যাহত থাকবে। দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে এবং তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাবে। মার্চের শুরু থেকেই তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে।

বৃহস্পতিবার থেকেই উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের জেলাগুলোতে বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস ছিল। আজও বহাল থাকবে এমন আবহাওয়া।
দক্ষিণবঙ্গে জেলাগুলোতে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। সেই সঙ্গে প্রতিদি বাড়বে তাপমাত্রা।
উত্তরবঙ্গে হালকা বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস ছিল আগেই। আজ শুক্রবার বাডডবে বৃষ্টির পরিমাণ।
বৃহস্পতি থেকে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে হবে বৃষ্টি। হতে পারে তুষার পাত।
দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দক্ষিণ থাকবে শুষ্ক।
আজ সকালের দিকে হালকা কুয়াশার প্রভাব থাকবে। উপকবলবর্তী জেলায় বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়।
আজ থেকে তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে জেলাগুলোতে। আজ সর্বোচ্চ ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন ২২ ডিগ্রি থাকবে আবহাওয়া।
মার্চের শুরু থেকে ৩ থেকে ৫ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা।
মার্চের শুরু থেকেই গরমে নাজেহাল হবেন রাজ্যবাসী। মার্চ মাস থেকেই প্রতিদিনই বাড়বে তাপমাত্রা।
এমনকী চলতি সপ্তাহেই তাপমাত্রা সর্বনিম্ন ২৫ ডিগ্রি হবে।