সংক্ষিপ্ত

  • কেরল আর তামিলনাড়ু দখল অধরা থাকবে বিজেপি 
  • ইঙ্গিত দিয়েছে একাধিক চ্যানেলের বুথ ফেরত সমীক্ষা 
  • কেরলে ক্ষমতায় ফিরবে বামেরা 
  • তামিলনাডু যাচ্ছে স্ট্যালিনের হাতে 
     


বিজেপির তামিলনাড়ু আর কেরল দখলের সাধ অসম্পূর্ণ থেকে গেল। তেমনই ইঙ্গিত দিয়েছে বুথ ফেরত সমীক্ষা। একাধিক সংস্থার ভোট সমীক্ষায় বলা হয়েছে কেরলে আবারও  বামেরাই ফিরছে। আর তামিলনাড়ুতে ফিরছে ডিএমকে কংগ্রেস জোট। আর দুটি রাজ্যের এক্সিট পোল রীতিমত হতাশ করেছে বিজেপি সমর্থক বা অনুগামীদের। 

কেরল বিধানসভা নির্বাচনঃ
দেশের একমাত্র বাম শাসিত রাজ্য কেরল। করোনাভাইরাস থেকে সোনা পাচার- একাধিক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে পিনারাই বিজয়ন সরকারকে। বিজেপির পাশাপাশি এই রাজ্যে বামেদের অন্যতম প্রতিপক্ষ কংগ্রেসও। ভারতের দুই বৃহত্তম রাজনৈতিক শক্তির সঙ্গে লড়াই করতে হয়েছে কেরলের বামেদের। বুথ ফেরত সমীক্ষা রীতিমত স্বস্তি দিয়েছে বিজয়নকে। সমীক্ষার যদি মিলে যায় তাহলে কেরলে রীতিমত ইতিহাত তৈরি করবেন বিজয়ন। কারণ কেরলের ইতিহাসে ১৯৮৭ সাল থেকে ক কোনও রাজনৈতিক দল বা জোটই পরপর দুবার সরকার গঠন করতে পারেনি। তার আগে কংগ্রেস পরপর দুবার ক্ষমতা দখল করেছে। 
কেরল ১৪০ আসন
                          এলডিএফ         ইউডিএফ         বিজেপি  বাকি 
ইন্ডিয়া টুডে         ১০৪-১২০           ২০-৩০           ০-২         ০-২
রিপাব্লিক টিভি       ৭২-৮০              ৫৮-৬৪          ১-৫        ০
সিভোটার               ৭৪                    ৩৫                ১           ০    
চাণক্য                   ৯৩-১১১             ২৬-৪৪         ৬           ৩
 
তামিলনাড়ু বিধানসভা নির্বাচনঃ
তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন এবার ছিল স্ট্যালিনের নির্বাচন। ভোটের আগেই রাজ্যের ৪৫ শতাংশেরও বেশি মানুষই মুখ্যমন্ত্রী হিসেবে থালাইভা করুনানিধির পুত্র স্যালিনকেই দেখতে চেয়েছিলেন। কংগ্রেস ডিএমকের সঙ্গে জোট বেঁধে ভোটে লড়াই করে কোনও ভুল করেনি বলেও মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে জয়ললিতার এআইডিএমকে বিধানসভা নির্বাচনে রীতিমত ধরাসায়ী হবে বলে সমীক্ষায় বলা হয়েছে। জয়ললিতার মৃত্যুর মাত্র ২ বছররের মাথায় একটি বড় ধাক্কা খেতে চলেছেন তাঁর অনুগামীরা। সমীক্ষায় বলা হয়েছে মহিলা ভোট এবার জয়ললিতার দলের বিরুদ্ধে দিয়ে করুণানিধির দলেই পড়েছে। যা তামিন ভোটের ইতিহাসে খুব একটা হয়নি।  

তামিলনাড়ু ২৩৪ আসন 
                       এআইডিএমকে       ডিএমকে-কংগ্রেস     বাকি
ইন্ডিয়া টুডে         ৩৮-৫৪                  ১৭৫-১৯৫               ৯-০
রিপাব্লিক টিভি     ৫৮-৬৮               ১৬০-১৭০                ৬-৮
সিভোটার             ৬৪                       ১৬৬                        ০
চাণক্য                ৪৬-৬৮              ১৬৪-১৮৬                  ০-৮