- Home
- West Bengal
- West Bengal News
- হাতে আর মাত্র কয়েক ঘণ্টা, রেশন পরিষেবা অব্যাহত রাখতে চাইলে দ্রুত এই কাজ সেরে নিন
হাতে আর মাত্র কয়েক ঘণ্টা, রেশন পরিষেবা অব্যাহত রাখতে চাইলে দ্রুত এই কাজ সেরে নিন
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সারা দেশে রেশন পরিষেবা চালিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু রেশন কার্ড গ্রাহকদের এই পরিষেবা পাওয়ার জন্য কিছু শর্ত দেওয়া হয়েছে। সেই শর্তগুলি পূরণ করতে না পারলে রেশন পরিষেবা পাওয়া যাবে না।

সারা দেশে বহু মানুষ রেশনের উপর নির্ভর করে থাকেন, কিন্তু এই পরিষেবা পেতে হলে নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে
রেশন কার্ড যাঁদের আছে, তাঁদের বিশেষ একটি কাজ করতে হবে। না হলে আর রেশন পরিষেবা পাওয়া যাবে না। এমনকী, রেশন কার্ড বাতিলও হয়ে যেতে পারে।
সারা দেশে কোটি কোটি মানুষ রেশনের উপর নির্ভরশীল, তাঁদের এই পরিষেবা অব্যাহত রাখতেই হবে
রেশন দোকান থেকে যে চাল, গম বা অন্যান্য সামগ্রী পাওয়া যায়, তা দিয়ে অনেকেরই সারা মাস চলে। এই কারণে রেশন কার্ড বাতিল হয়ে গেলে বা রেশন পরিষেবা পাওয়া বন্ধ হয়ে গেলে বহু মানুষ সমস্যায় পড়বেন।
শনিবারের মধ্যেই রেশন পরিষেবা অব্যাহত রাখার জন্য বিশেষ শর্ত পূরণ করতে হবে
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবারই শেষ দিন। এদিনের মধ্যে শর্ত পূরণ করতে না পারলে রেশন পরিষেবা বন্ধ হয়ে যাবে।
রেশন পরিষেবা পাওয়া অব্যাহত রাখার জন্য শনিবারের মধ্যে ই-কেওয়াইসি করে নিতে হবে
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রেশন কার্ড গ্রাহকদের ই-কেওয়াইসি করাতেই হবে। শনিবারের মধ্যে ই-কেওয়াইসি না করা হলে রেশন পরিষেবা পাওয়া যাবে না।
কেউ যদি এখনও পর্যন্ত ই-কেওয়াইসি না করে থাকেন, তাহলে দ্রুত সেরে নিন
রেশন পরিষেবা অব্যাহত রাখতে চাইলে ই-কেওয়াইসি করাতেই হবে। এখনও যদি করা না থাকে, তাহলে হাতে আর মাত্র কয়েক ঘণ্টা। দ্রুত ই-কেওয়াইসি করিয়ে নিন।
রেশন ডিলারের কাছে গিয়ে ই-কেওয়াইসি করানো যেতে পারে, বাড়িতে বসে নিজেও করা যায়
রেশন কার্ডের ই-কেওয়াইসি করানোর জন্য রেশন ডিলারের কাছে যেতেই হবে, এমন কোনও শর্ত নেই। বাড়িতে বসে নিজেও কে-ওয়াইসি করিয়ে নেওয়া যায়।
রেশন কার্ডের ই-কেওয়াইসি করাতে হলে রেশন কার্ড ও মোবাইল ফোন হাতের কাছে রাখতে হবে
নির্দিষ্ট মোবাইল নাম্বারের সঙ্গে আধারের সংযোগ থাকলে তবেই রেশন কার্ডের ই-কেওয়াইসি করানো যাবে। কারণ, নির্দিষ্ট মোবাইল নাম্বারে ওটিপি আসবে।
পরিবারের কোনও একজন ব্যক্তি না, সবারই রেশন কার্ডের ই-কেওয়াইসি করাতে হবে
যাঁদের রেশন কার্ড আছে, তাঁদের সবাইকেই ই-কেওয়াইসি করাতে হবে। না হলে রেশন পরিষেবা পাওয়া যাবে না।
বাড়িতে বসে কীভাবে সহজেই রেশন কার্ডের ই-কেওয়াইসি করা যাবে জেনে নিন
মেরা রেশন ২.০ অ্যাপের মাধ্যমে সহজেই রেশন কার্ডের ই-কেওয়াইসি করা যাচ্ছে। আধারের তথ্য এবং ওটিপি দিয়ে ই-কেওয়াইসি করা সম্ভব।
এখন বেশিরভাগ পরিবারেই স্মার্টফোন আছে, দ্রুত ই-কেওয়াইসি করে নেওয়াই ভালো
ই-কেওয়াইসি করা না থাকলে যখন রেশন পরিষেবা পাওয়া যাবে না, তখন এই কাজ দ্রুত সেরে নেওয়াই ভালো।