সংক্ষিপ্ত

আইএসএল-এর (ISL) মেগা লড়াই। 

কোচিতে হাইভোল্টেজ লড়াই। শনিবার, কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে নামার আগে মোহনবাগান (Mohun Bagan) শিবির যেন আরও বেশি করে তৈরি।

তবে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা এফসি গোয়াকে কিন্তু এখনও হালকাভাবে নিলে হবে না। যদিও আর্মান্দো সাদিকুদের সঙ্গে জেমি ম্যাকলারেনদের ৭ পয়েন্টের তফাৎ রয়েছে।

তবে ঘরের মাঠে কেরালার (Kerala Blasters) বিরুদ্ধে ৩-২ গোলে জয় পেয়েছিল সবুজ মেরুন ব্রিগেড। তবে শনিবার ফিরতি লেগে জয় পাওয়া নিয়ে যথেষ্ট চিন্তা আছে। তা অবশ্য নিজেও জানেন কোচ জোসে মোলিনা। বিশেষত মোহনবাগান প্রায় লিগ শিল্ড জয়ের একেবারে কাছে পৌঁছে গেছে।

কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে ফুটবলাররা যাতে গা ছাড়া মনোভাব না দেখান, তা নিয়ে বারবার ফুটবলারদের সতর্ক করে দিয়েছেন বাগান কোচ। ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়েই, ম্যাজিক ফিগারের দিকে তাকাতে চাইছেন না মোলিনা। এই ম্যাচে আবার কার্ড সমস্যায় নেই গ্রেগ স্টেওয়ার্টের মত নির্ভরযোগ্য ফুটবলার।

চোটের জেরে নেই সাহাল আবদুল সামাদ এবং আশিস রাইরা। কিছুদিন আগে চোট পাওয়া অনিরুদ্ধ থাপা এদিকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেও তাঁকে দলের সঙ্গে কোচি উড়িয়ে নিয়ে যাওয়া হয়নি।

কোচের কথায়, “লিগ শিল্ড আমাদের কাছে এমনি এমনি আসবে না। আমাদেরই ট্রফির কাছে চলে যেতে হবে। দলের সবাইকেই বলেছি, এখন বিষয়টাকে হালকাভাবে না দিয়ে সতর্ক থাকতে হবে আমাদের। পরপর দুবার শিল্ড জয়ের সামনে দাঁড়িয়ে আছি আমরা। পরের দুটি ম্যাচ জিতে সেই বৃত্ত সম্পূর্ণ করতে চাই আমরা।”

মোলিনা আরও যোগ করেছেন, “তাই ম্যাচটা সহজ হবে না আমাদের কাছে। তবে আমাদের জিততেই হবে।”