সংক্ষিপ্ত

বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী মেট্রো ম্যান

ফেব্রুয়ারি মাসেই দলে যোগ দিয়েছিলেন তিনি

প্রথম থেকেই মুখ্যমন্ত্রী পদে লড়তে আগ্রহী ছিলেন

বুধবার পর্যন্ত ডিএমআরসি-র কাজ করে গিয়েছেন

আসন্ন কেরল বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে বৃহস্পতিবার ভারতীয় জনতা পার্টি  ই শ্রীধরন ওরফে 'মেট্রো ম্যান'-এর নাম ঘোষণা করল। ফেব্রুয়ারি মাসেই শ্রীধরন বিজেপিতে যোগ দিয়েছিলেন। প্রথম থেকেই তিনি মুখ্যমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছিলেন।  তাঁকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করলে কেরলে বিজেপি সরকার গড়বে, বলেও দাবি করেছিলেন তিনি।

বুধবারই পুনর্গঠিত পালারিভট্টম ফ্লাইওভার-এর চূড়ান্ত পরিদর্শনে এসেছিলেন ই শ্রীধরণ। তখনই তিনি জানিয়েছিলেন, বৃহস্পতিবারই শেষবার দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (DMRC)-র ইউনিফর্ম পরবেন। ডিএমআরসি থেকে পদত্যাগ করেই তিনি বিধানসভা নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেবেন বলেছিলেন।

তবে, ডিএমআরসি থেকে পদত্যাগ করলেও তিনি তাঁর তৈরি প্রকল্পগুলির তদারকি করে যাবেন, বলেও দাবি করেছেন শ্রীধরণ। তিনি বলেন, 'আমি এলেও এই ইউনিফর্মে থাকব না। অবশ্যই, আমাকে প্রকল্পগুলির তদারকি করতে হবে। বিধায়ক বা অন্য যে কোনও পদেই থাকি না কেন, যখন কোনও কাজ চলবে, আমাকে অবশ্যই তদারকি করতে হবে।'